X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাগরপুরে আ.লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪

টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় মাফিজুর খান নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাগরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ইতোমধ্যে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে চলছে নির্বাচনি আলোচনা। শনিবার রাতে উপজেলার গয়হাটার দেও আকুটিয়ায় ৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা আলোচনা করছিলেন। হঠাৎ মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের ধাওয়া দিয়ে অফিস ভাঙচুর করে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা বাধা দিতে গেলে তাদের মেরে ফেলার হুমকি দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা অফিসের আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।

গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে এলাকার শান্তি বিনষ্ট করতে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এটিকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ অশান্ত করার একটি প্রক্রিয়া বলে আমি মনে করি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।’

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনে আওয়ামী লীগ অফিস পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুষ্কৃতিকারীদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ