X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুবককে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাঁড় থেকে আসিফ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আসিফ সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

আসিফের বাবা মানিক মিঞার অভিযোগ, কিছুদিন আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আসমা বেগমের ছেলে আল-আমিন সাগরের সঙ্গে আসিফের ঝগড়া হয়। এর জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল সাগর। পরে বাড়ি ফিরে আসে। তবে রাত সাড়ে ৮টার দিকে আসিফ আবার বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। বুধবার সকালে বাড়ির অদূরে বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।’

তিনি জানান, কোনও মানুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে তার পা শূন্যে ঝুলে থাকে। কিন্তু তার ছেলে আসিফের পা দুটি মাটিতে লেগে ছিল। এভাবে আত্মহত্যা করা কোনোভাবেই সম্ভব না। তার ধারণা, আসিফকে শ্বাসরোধে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয়।

ওসি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি