X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভোটের ৬ দিন আগে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

চাঁদপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৯

ভোটের ছয় দিন আগেই চাঁদপুরের মতলবে পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক বাদল। রিটার্নিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা, সন্ত্রাসীদের হুমকি-ধমকি ও মামলা-হামলা থেকে নেতা-কর্মীদের রক্ষার কথা বলে এই ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এনামুল হক বাদল এ ঘোষণা দেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচন পরিবেশ বজায় রাখার জন্য ১০টি অভিযোগ নির্বাচন কমিশনের দিলেও কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমার দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার নির্বাচনি পোস্টার প্রকাশ্যে ছিড়ে ফেলে আগুন লাগিয়ে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় নির্বাচনের কোনও পরিবেশ নেই। রিটার্নিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা, সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকি-ধমকি, মামলা-হামলা ও আমার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় আসন্ন পৌরসভা নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। একই সঙ্গে একতরফা প্রহসনের এই নির্বাচন থেকে বিরত থাকার জন্য সব ভোটারকে আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে জেলা শহরে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী মতলব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন লিটন, বিএনপি প্রার্থী এনামুল হক বাদল, জাতীয় পার্টির প্রার্থী দেওয়ান মো. আলাউদ্দিন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মুহা. শফিকুল ইসলাম প্রধান।

এছাড়া কাউন্সিলর পদে ভোটে আছেন ৩৬ জন,সংরক্ষিণ মহিলা কাউন্সিলর পদে আট জন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না