X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নিজের নামে স্টেডিয়ামের নাম বদলে দিলেন মোদি

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৪
image

নতুন করে সংস্কারের পর আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের পরিচিতি পাওয়া এই মাঠটির নাম বদলে নিজের নামে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরদার প্যাটেল স্টেডিয়ামের নাম বুধবার বদলে রাখা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। উদ্বোধনের পর এই মাঠেই শুরু হয়েছে সফররত ইংল্যান্ডের সঙ্গে ভারতের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাজনৈতিক নেতাদের নামে স্টেডিয়ামের নামকরণ ভারতে নতুন কোনও ঘটনা নয়। গত বছর দেশটির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে অরুণ জেটলি স্টেডিয়াম করা হয়। জওহরলাল নেহেরুর নামে রয়েছে নয়টি স্টেডিয়াম। রাজধানী দিল্লি, গুয়াহাটি, বিজয়ওয়াড়াতে ইন্দিরা গান্ধীর নামেও স্টেডিয়াম রয়েছে। দেরাদুন, হায়দ্রাবাদ, কোচিতে  রাজীব গান্ধীর নামে স্টেডিয়াম তৈরি হয়েছে। অটল বিহারী বাজপেয়ীর নামে রয়েছে নাদাউন ও লখনউ-এর দুটি স্টেডিয়াম। কিন্তু এর কোনওটিরই নামকরণ এসব নেতাদের জীবদ্দশায় কিংবা ক্ষমতায় থাকার সময়ে করা হয়নি বলে জানাচ্ছেন নরেন্দ্র মোদির সমালোচকেরা।

বুধবার নরেন্দ্র মোদির নামে স্টেডিয়ামের নামকরণ উদ্বোধনের পর রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়েই এই স্টেডিয়ামের ধারণা তৈরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময়ে তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন।’ তিনি বলেন, ‘পরিবেশবান্ধব উন্নয়নের একটি উদাহরণ এই স্টেডিয়াম।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রেসিডেন্টের উদ্বোধন করা নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবে এক লাখ ৩২ হাজার মানুষ। এটাই হবে দুনিয়ার সবচেয়ে বড় খেলাধুলার স্টেডিয়াম। আহমেদাবাদ ভারতের স্পোর্টস সিটি হিসেবে পরিচিতি পাবে বলেও জানান অমিত শাহ।

উল্লেখ্য, ভারত সফররত ইংল্যান্ডের সঙ্গে তৃতীয় টেস্ট ম্যাচ আয়োজনের পর এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পুরোটাই।

/জেজে/
সম্পর্কিত
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে