X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

একদিনে শনাক্ত ৪০৭, মৃত্যু ৫ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৪

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪০৭ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৫ হাজার ৮৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু হয়েছে পাঁচজনের। এখন পর্যন্ত করোনাতে মারা গেলেন আট হাজার ৪০০ জন।

একই সময়ে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০৯ জন, তাদের নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ১০৭ জন।

শনিবার ( ২৭ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ১৮৯ জন, আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩৪৮টি।

দেশে বর্তমানে ২১৪ টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৭টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯টি পরীক্ষাগারে আর র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৮টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার তিন দশমিক ৩০ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার জন আর নারী একজন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৩৫৩ জন আর নারী মারা গেছেন দুই হাজার ৪৭ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬৩ শতাংশ আর নারী ২৪ দশমিক ৩৭ শতাংশ।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।

তারা সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগের চারজন আর চট্টগ্রাম বিভাগের রয়েছেন একজন।

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৬০৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪৯১ জন, চট্টগ্রাম বিভাগের ৬৪ জন, খুলনা ও বরিশাল বিভাগের তিন জন করে, রাজশাহী বিভাগের ২৯ জন আর সিলেট বিভাগের আছেন ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২০৪ জন আর ছাড়া পেয়েছেন ৩৫২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ২৭ হাজার ৯০৯ জন আর ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৯৬ হাজার ৪০৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩১ হাজার ৫০৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৪৬ জন আর ছাড় পেয়েছেন ১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ৪৬৫ জন আর ছাড় পেয়েছেন ৯০ হাজার ৭১১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন নয় হাজার ৭৫৪ জন।

/জেএ /এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা