X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রলি ও ভটভটির ধাক্কায় তিন জেলায় নিহত ৩

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫০

তিন জেলায় ট্রলি ও ভটভটির ধাক্কায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। নীলফামারীর সৈয়দপুর, বগুড়ার শিবগঞ্জ এবং জয়পুরহাটে শনিবার (২৭ ফেব্রুয়ারি) পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে জয়পুরহাটে নির্বাচনি মালামাল বহন করার সময় ভটভটির ধাক্কায় এক ভ্যানচালক, বগুড়ায় ইটবোঝাই ট্রলির চেসিস ভেঙে চাকার তলে গিয় এর চালক এবং নীলফামারীর সৈয়দপুরে পেছন থেকে আসা ইটবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

জয়পুরহাট প্রতিনিধি জানান, নির্বাচনের সামগ্রী নিয়ে যাওয়ার সময় ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছে। জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ভোটের সামগ্রী কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে জয়পুরহাট শহরে আরবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম নাসির উদ্দীন (৪২)। সে জয়পুরহাট সদর উপজেলার আমদই গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার বিকেল তিনটার দিকে জেলা নির্বাচনি রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে ভটভটি যোগে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হয়।  পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এর চালক মাহফুজুর রহমান সুজন (৩২) নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ-ফাঁসিতলা সড়কের কুপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুজন শিবগঞ্জ উপজেলার পঁওতা নয়াপাড়া গ্রামের আলিম উদ্দিন আকন্দের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান,  শনিবার দুপুরে সুজন ট্রলিতে ইট নিয়ে কুপা এলাকায় দাড়িদহ-ফাঁসিতলা সড়কে পৌঁছেন। এ সময় হঠাৎ ট্রলির চ্যাসিস ভেঙে যায়। প্রচণ্ড ঝাঁকুনিতে সুজন নিয়ন্ত্রণ

হারান। এতে তিনি ছিটকে ট্রলির নিচে চাপা পড়েন। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সুজন মারা যান।

ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপম জানান, নিজের ট্রলির নিচে চাপা পড়ে চালক সুজন মারা গেছেন। নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি জানান, জেলার সৈয়দপুরে ট্রলির ধাক্কায় বাঁধন ইসলাম (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বাঁধন উপজেলার হাজিবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাস রাবেয়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। সে তিন মাস আগে বিয়ে করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় বাঁধন নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ধীরগতিতে সৈয়দপুর শহরের দিকে আসছিলেন। এসময় একটি ইটবোঝাই ট্রলি পেছন থেকে এসে ধাক্কা দিলে বাঁধন মোটরসাইকেলসহ পাকা সড়কে ছিটকে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শষ্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!