X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্র-শিক্ষক অনুপাতে আন্তর্জাতিক মান নেই জবিতে

জবি প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ০০:৩১আপডেট : ০২ মার্চ ২০২১, ০০:৩২

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। কিছু বিভাগে অনুপাত ঠিক থাকলেও সিংহভাগ বিভাগেই নেই শিক্ষার্থী অনুপাতে পর্যাপ্ত শিক্ষক।

এমন পরিস্থিতির জন্য আঙুল উঠছে শিক্ষক নিয়োগে গড়িমসির দিকে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুষছে ইউজিসিকে। কিন্তু অনেক বিভাগেরই নেই নতুন শিক্ষক নিয়োগে আগ্রহ কিংবা তোড়জোড়।

আন্তর্জাতিকভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের ন্যূনতম মানদণ্ড ধরা হয় ১ঃ২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক থাকবেন অন্তত একজন। জাতীয় পর্যায়েও দেশের সবাই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে মানদণ্ড অনুসরণে উৎসাহিত করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, জবিতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১ঃ২৪। প্রতিবেদন অনুযায়ী আপাতদৃষ্টিতে এই অনুপাত সম্ভাবনাময় মনে হয়। তবে প্রদীবের নিচেই অন্ধকার। কেননা কিছু বিভাগে পর্যাপ্ত শিক্ষক থাকলেও বেশকিছু বিভাগে গুটিকয়েক শিক্ষকই ভরসা। বছরের পর শিক্ষক নিয়োগ হচ্ছে না বিভাগগুলোতে। ফলে ব্যহত হচ্ছে ক্লাস-পরীক্ষা ও গবেষণা।

ইউজিসি প্রতিবেদন থেকে দেখা যায়, জবির ৩৮টি বিভাগের মধ্যে আন্তর্জাতিক মান আছে মাত্র ১১টি বিভাগে। যা বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগের এক-তৃতীয়াংশেরও অনেক কম। এছাড়াও প্রতিবেদনে প্রকাশিত জবির শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১ঃ২৪ এর মধ্যে আছে সর্বমোট ১৮ টি বিভাগ। যা জবির বিভাগগুলোর অর্ধেকেরও কম। এছাড়াও এরমধ্যে আছে অনেকগুলো নতুন বিভাগও। এই বিভাগগুলো ছাড়া ১ঃ২৫ থেকে ৩০ এর মধ্যে রয়েছে ১০ টি বিভাগ।

বাকি ১০ টি বিভাগের মধ্যে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ৩৯, আইন বিভাগে ৩৬, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগে ৩৫, লোক প্রশাসন বিভাগে ৩৩, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৩৩, মার্কেটিং বিভাগে ৩৫, ফিন্যান্স বিভাগে ৪১ , ম্যানেজমেন্ট বিভাগে ৪৪, অ্যাকাউন্টিং ৩৯, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩১।

এ বিষয়ে ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, 'আমাদের বিভাগের সবগুলো পোস্ট পূর্ণ হয়ে গেছে, ফলে আমরা শিক্ষক নিয়োগ দিতে পারছি না। তবে আমরা নতুন পোস্টের জন্য প্রশাসনকে জানাইনি। আমরা কোর্স অনুযায়ী ক্লাস ভাগ করে নেওয়ায় ফলে আমাদের একজন টিচারকে দুইটার বেশি কোর্স পড়াতে হচ্ছে না, ফলে আমাদের সপ্তাহে ৬ ঘন্টা ক্লাস নিতে হচ্ছে। এমতাবস্থায় আমরা প্রশাসনের কাছে আবেদন করলে তারা মনে করতে পারে এটা অপ্রয়োজনীয়।'

আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, 'আমাদের সাফার অনেক বেশি হওয়ায় আগে ১০০ হলেও এখন ৮০ জন ভর্তি নিচ্ছি। সমস্যা হলো আমাদের পোস্ট নেই। গত সিন্ডিকেটেও আমাদের ১ জন লেকচারার খালি হয়েছে, আগামী সিন্ডিকেটে দুজন খালি হবে তখন আমরা আবার নিয়োগ দিতে পারবো।'

ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, 'ইউজিসি থেকে আমাদের শিক্ষক সংখ্যা অনুমোদন করা আছে, এরবাইরে শিক্ষক নেওয়া সুযোগ আমাদের নেই। বিভাগের শিক্ষক বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।'

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূর আলম আবদুল্লাহ বলেন, 'আমরা চাই আরও শিক্ষক নিয়োগ হোক, আরও শিক্ষক নিয়োগের পরিবেশ তৈরি হোক। কিন্ত অধিকাংশ বিভাগেই পোস্ট খালি নেই। বিভাগগুলোকেই এক্ষেত্রে পোস্টের জন্য আবেদন করতে হবে প্রশাসনের কাছে।'

বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, 'আমাদের পোস্ট বেশি বাকি নেই। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় আমাদের যে অর্গানোগ্রাম ছিলো সেটার মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে। কিন্তু অর্গানোগ্রাম অনুযায়ী আমরা শিক্ষক নিয়োগ দিতে পারিনি। ইউজিসি সেভাবে ছাড় দেয়নি, যেহেতু তারা তাদের আর্থিক বিষয়গুলো দেখে ছাড় দেয়। অর্গানোগ্রাম অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে পারলে অনুপাতটা নিয়ন্ত্রণে আসতো।' 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি