X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৮ ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি করে দেবেন হাসনাত-পারুল দম্পতি

পঞ্চগড় প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ০২:৫১আপডেট : ০২ মার্চ ২০২১, ০২:৫৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশ্রয়ণ প্রকল্পের আদলে ৮ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি করে দিতে জমি দান করেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল হাসনাত মো. সাইফুর রহমান ও তার স্ত্রী পারুল বেগম। সোমবার (১ মার্চ) বিকেলে ওই ৮ পরিবারের সবার নামে জমি রেজিস্ট্রি করে জমির দখল বুঝিয়ে দিয়েছেন। খুব শীঘ্রই বাড়ি নির্মাণের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে ওই দম্পত্তি জানিয়েছেন।

আবুল হাসনাত মো. সাইফুর রহমান ও তার স্ত্রী পারুল বেগম জানান, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামে ৮ পরিবারের প্রত্যেককে ২ শতক করে ১৬ শতক জমি দিয়েছেন। সোমবার বিকেলে ভূমিহীন পরিবারের সকলকে সরেজমিন জমি দেখিয়ে দিয়েছেন। এর মধ্যে তাদের মাথা গোঁজার ঠাঁই হবে। এতে থাকবে দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর, বাথরুম, রান্নাঘর এবং সোলার সিস্টেম। জমিসহ ৮টি পরিবারের বাড়ি করে দেয়ার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা।

জমি রেজিস্ট্রেশন ও জমি দেখিয়ে দেওয়ার সময় ওই দম্পত্তি ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান রেজা, বাবুল খান, কামরুজ্জামান খান রয়েল, রাশেদুজ্জামান খান মিঠুনসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে পারিবারিকভাবে আমরা ৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে জমিসহ বসবাসের উপযোগী বাড়ি করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এর সব ব্যয়ভার আমরাই বহন করবো। আশ্রয়ণ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পঞ্চগড় জেলা শাখা। জমির জাবেদা নকল প্রস্তুত হলে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের মাধ্যমে আটটি পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করা হবে। জমির দলিল হস্তান্তর হলে বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, ভূমিহীন ৮টি পরিবার হল মানিক হোসেন, বাবুল হোসেন, আফজাল হোসেন, মফিজুল ইসলাম, রিনা আক্তার, নূর নেহার, রোকেয়া খাতুন ও সমিজা খাতুন। এরা সবাই জেলার সদর ও বোদা উপজেলায় অন্যের জমিতে আশ্রয়ে রয়েছে।

উপকারভোগী ভূমিহীন রীনা আক্তার ও রোকেয়া খাতুন জানান, তাদের নিজের কোনও জমি নেই। অন্যের বাসায় থাকেন। শ্রমিকের কাজ করে দিন এনে দিন খান। এবার তাদের নিজের জমিসহ ঘর হলো, নিজের মাথা গোঁজার ঠাঁই হলো।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা