X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আবারও কর্নার থেকে সরাসরি গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ১৮:৪৩আপডেট : ০২ মার্চ ২০২১, ১৮:৪৩

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফয়সাল মাহমুদের কর্নার থেকে সরাসরি দুটি গোল (অলিম্পিক গোল) দেখেছিল দর্শকরা। যা বিরল দৃশ্যই। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ক্ষেত্রে সম্ভবত সেটা খাটছে না। কারণ একদিন পরই আবার সেই দৃশ্যের দেখা মিললো বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এবারেরটি উজবেকিস্তানের ওতাবেকের সৌজন্যে। যদিও এই মিডফিল্ডারের গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি শেখ জামাল। আজ (মঙ্গলবার) রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

এই ড্রতে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। অন্যদিকে রহমতগঞ্জ সমান ম্যাচে চতুর্থ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে।

এই ম্যাচে রহমতগঞ্জ পাঁচ ডিফেন্ডার নামিয়ে প্রতিপক্ষকে আটকে দেওয়ার মিশনে নেমেছিল। গোলাম জিলানির দল সফলও হয়েছে। শেখ জামালের মূল অস্ত্র তিন গাম্বিয়ানকে আটকে দিতে পেরেছে তারা।

প্রথমার্ধে রহমতগঞ্জ এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে। ২৭ মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বল সানোয়ার ঠিকমতো প্লেসিং করতে পারেননি। এই অর্ধে কোনও গোল হয়নি।

বিরতির পর দেখা গেছে দুই গোল। ৪৭ মিনিটে শেখ জামাল সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি। ওতাবেকের ফ্রি কিক থেকে আসা বল ওমর জোবের পর নুরুল আবছারের শটও ফিরিয়ে দেন ডিফেন্ডাররা।

৪৯ মিনিটে অবশ্য গোলের আনন্দে মাতে শেখ জামাল। সেটপিস নিতে সিদ্ধহস্ত উজবেক মিডফিল্ডার ওতাবেকের সরাসরি কর্নার জালে জড়িয়ে যায়। এই আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি। দুই মিনিটের মধ্যে রহমতগঞ্জ ম্যাচে সমতা ফিরিয়ে আনে। ত্রাতা আইভরি কোস্টের ক্রিস রেমি। আগুয়ান গোলকিপার জিয়াউর রহমানের মাথার ওপর দিয়ে দিয়ে লক্ষ্যভেদ করেছেন এই আফ্রিকান।

ম্যাচের শেষ দিকে ইনজুরি সময়ে গাম্বিয়ান সুলায়মান সিল্লাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শফিকুল ইসলাম মানিকের দল ১০ জনের পরিণত হয়। তাতে অবশ্য ম্যাচের স্কোরলাইনে কোনও হেরফের হয়নি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে