X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ জাপা নেতার বিরুদ্ধে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ১০:০৪আপডেট : ০৩ মার্চ ২০২১, ১০:০৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাপা নেতা আবু তালেব চৌধুরী জিসানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লার জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে তার ১০ শতাংশ জমির মাটিসহ ওই এলাকার অনেক মানুষের জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। এ কাজের প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয় বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। এ ঘটনায় সিরাজুল ইসলাম মোল্লা বাদী হয়ে সোমবার (১ মার্চ) তালতলা ফাঁড়িতে অভিযোগ করেছেন।

সিরাজুল ইসলাম অভিযোগ করেন, সোনারগাঁও উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক জিসান তার সহযোগী ৪-৫ জনের একটি সিন্ডিকেট কাহেনা মৌজায় ১০ শতাংশ জমির মাটি ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করে দিচ্ছে। ফলে ওই জমি পুকুরে পরিণত হয়ে যাচ্ছে। ফলে ওই জমি অনাবাদী হয়ে পড়ছে। তার জমি ছাড়াও পার্শ্ববর্তী অনেক কৃষকের জমির মাটি গভীরভাবে কেটে লুট করে নিয়ে গেছে। ফলে পার্শ্ববর্তী জমিতে ভাঙন সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, জিসান চৌধুরী এলাকায় প্রভাব বিস্তার করে অসহায় কৃষকের জমিতে রাতের বেলায় ভেকু লাগিয়ে এলোমেলোভাবে মাটি কেটে নিয়ে যায়। পরে এ বিষয়ে কথা বললে নামে মাত্র টাকার বিনিময়ে মাটি বিক্রি করতে বাধ্য করে।

আবু বকর সিদ্দিক বলেন, প্রতিবছর এ চকে কৃষকের জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে প্রভাবশালীরা। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করে কোনও ফল পাওয়া যায় না। প্রশাসনের লোক দেখানো অভিযান চলার পর পুরোদমে চলে মাটি লুট।

অভিযুক্ত জিসান বলেন, ‘জমির মাটি কাটার সঙ্গে আমি জড়িত না। ওই এলাকার ফারুক  নামের একজন পার্শ্ববর্তী জমির মাটি কিনে কাটার ফলে মুক্তিযোদ্ধার জমিতে ভাঙ্ন সৃষ্টি হয়েছে। এ জমি ঠিক করে দেওয়ার কথা রয়েছে।’
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আহসানউল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে কৃষকের ফসলি জমির মাটি কোনোভাবেই কেটে নিতে দেওয়া হবে না।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা