X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খুললো বন্ধ দ্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ১৮:৫১আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৮:৫১

আধঘণ্টার মতো বাইরে বের হওয়ার অনুমতি ছিল। সেখানেও আবার ছিল শর্ত, ছয়-সাতজনের গ্রুপ হলেও হাঁটতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। অর্থাৎ, কাছাকাছি যাওয়ার সুযোগ ছিল না বাংলাদেশের ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে পৌঁছার পর কোয়ারেন্টিনের কড়াকড়িতে হাঁপিয়ে ওঠা তামিম-মুশফিকদের ‘বন্ধ দ্বার’ এবার খুললো। না, এখনও কোভিড প্রোটোকলের মধ্যেই থাকতে হচ্ছে, তবে ভাগ করে দেওয়া গ্রুপে একে অন্যের কাছাকাছি যেতে আর কোনও বাধা নেই।

সাতজনের গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের। এই গ্রুপে থাকা ক্রিকেটারদের একে অন্যের সঙ্গে মিশতে কোনও বাধা নেই। আর এটার অনুমতি মিলেছে জিম সেশন ওপেন করে দেওয়ার মাধ্যমে। হোটেলেই সাতজনের গ্রুপ একসঙ্গে জিম শুরু করেছেন আজ (বুধবার) থেকে।

পুরোপুরি মুক্তি মিলতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলকে। তবে সপ্তম দিনে এসে জিম করার সুযোগ পাওয়াটাও কম কিসে! তাতে কিছুটা হলেও বন্ধ দ্বার উন্মুক্ত হয়েছে, অন্তত শরীর চর্চার কাজ তো শুরু করা গেল!

তার আগে অবশ্য তৃতীয়বারের মতো করোনা নেগেটিভ হতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। জিম শুরু করার পর এখন অনুশীলনে নেমে পড়ার অপেক্ষা। সেজন্য খুব বেশি অপেক্ষাতে থাকতে হচ্ছে না। আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই অনুশীলন শুরু করতে পারবেন। যদিও দলীয় অনুশীলনের জন্য থাকতে হচ্ছে আরেকটু অপেক্ষায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ (বুধবার) কয়েক গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটাররা জিম করেছেন। বৃহস্পতিবার থেকে সাত জনের গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবেন ক্রিকেটাররা। এক সপ্তাহ পর পুরোপুরি স্বাধীনভাবে ক্রিকেটাররা চলাফেরা করতে পারবেন।’

জিম করতে পেরেই স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মধ্যে। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন যেমন বলছেন, ‘এতদিনের বিরতির পর কিছুটা অস্বস্তি ছিল। কিন্তু আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেছে। এক সপ্তাহ পরে জিম ব্যবহার করে ভালো লাগছে।’

বৃহম্পতিবার থেকে অনুশীলনে ফিরতে পারার আনন্দ সঙ্গী করে রাতে ঘুমাতে গেছেন ক্রিকেটাররা। ভোরের অপেক্ষায় কতটা রোমাঞ্চিত তারা, সেটা মিঠুনের কথাতেই স্পষ্ট, ‘এই ব্যাপারে অনেক বেশি এক্সাইটেড আমরা। কারণ ঘরের মধ্যে থাকা খুব কষ্টকর। এখানে খুব একটা কিছু করার ছিল না। কাল (বৃহস্পতিবার) থেকে আমরা মাঠে যেতে পারবো। এই ব্যাপারটা ভাবতে আলাদা ভালো লাগা কাজ করছে।’

গত বুধবার সকালে নিউজিল্যান্ডে পা দিয়েই প্রথম দফা করোনা পরীক্ষা হয় ক্রিকেটারদের। তৃতীয় দিনের মাথায় করানো হয় দ্বিতীয় টেস্ট। আর গতকাল (মঙ্গলবার) তৃতীয় কোভিড পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ার পর জিম করার সুযোগ পেয়েছেন। ১২তম দিনে চতুর্থ পরীক্ষা করানো হবে। ওখান নেগেটিভ হলে ১৪ দিনের মাথায় পুরো দল মুক্ত হয়ে যাবে, তখন স্বাধীনভাবে সব করতে পারবেন তামিম-মুশফিকরা।

১৪ দিনের কোয়ারেন্টিন মেয়াদ কাটিয়ে বাংলাদেশ দল ১০ মার্চ ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউন চলে যাবে। ওখানে এক সপ্তাহের মতো অনুশীলন ক্যাম্প চলবে। এরপর ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের লড়াই।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত