X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

হাংরিনাকি এখন দারাজের

জুবলী রাহামাত
০৪ মার্চ ২০২১, ১৮:৩৭আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৮:৩৭

জনপ্রিয় ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংগ্রিনাকি’র মালিকানা  নিয়েছে আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। এর মাধ্যমে  আলিবাবা গ্লোবাল ই-কমার্স  বাংলাদেশের ফুড ডেলিভারি সেবায় প্রবেশ করেছে। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দারাজ ও হাংরিনাকি কতৃপক্ষ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিগ্রহণের বিষয়টি জানান দেন।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এবং হাংরিনাকি’র প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা এডি আহমদ। 

মোস্তাহিদল হক বলেন, ‘আমরা আমাদের ক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ সল্যুশন হতে চাই, যাতে এক প্ল্যাটফর্মের মধ্যেই আমাদের ক্রেতারা সব পেতে পারেন। আমরা বিশ্বাস করি একেবারে প্রাথমিক পর্যায় থেকে আমাদের নিজেদের ফুড ডেলিভারি ব্যবসা শুরু করার চাইতে হাংরিনাকি অধিগ্রহণ করা শ্রেয়। অবকাঠামো, প্রযুক্তি ও মানবসম্পদ বিনিয়োগের মাধ্যেম আমরা হাংরিনাকিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।’

হাংরিনাকি’র প্রধান নির্বাহী এডি আহমেদ বলেন, এ অধিগ্রহণের মাধ্যমে বোঝা যায় আমাদের ই-কমার্স খাত একটি আশাব্যঞ্জক অবস্থানে রয়েছে। এমন অধিগ্রহণের দৃষ্টান্তই আমাদের বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং অর্থনীতিকে গতিশীল রাখবে।  দারাজের সাথে মিলে আমরা হাংরিনাকিকে আরও শক্তিশালী ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।’

মোস্তাহিদল হক আরও জানান, সরাসরি দারাজের পরিচালনায় পৃথক ও স্বতন্ত্র ফুড প্ল্যাটফর্ম হিসেবে পরিচলিত হবে হাংরিনাকি।

উল্লেখ্য, দেশের প্রথম দিকের অনলাইন ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠান হাংরিনাকি। দেশের পাঁচটি  শহরে অসংখ্য রেস্টুরেন্ট, হোম কিচেন, ক্লাউড কিচেনের মাধ্যমে অসংখ্য গ্রাহককে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তাছাড়াও  ঢাকা, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জে প্রচুর মানুষ ফুড অর্ডার করতে হাংরি নাকি ব্যবহার করে থাকেন।

দারাজ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম অনলাইন মার্কেটপ্লেস। শতাধিক ক্যাটাগরির আওতায় কোটির বেশি পণ্য পাওয়া যায় দারাজে। প্রতি মাসে দেশে প্রায় ২০ লাখের বেশি প্যাকেজ ডেলিভারি দিয়ে থাকে দারাজ। বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ২০১৮ সালে দারাজ অধিগ্রহণ করেছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে