X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বার্নিকাটের গড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ২৩:২৪আপডেট : ০৫ মার্চ ২০২১, ২৩:২৪

ঢাকার মার্কিন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আজমি তানহা এবং সেক্রেটারি নাইমুল হাসান রাসেলসহ নয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। শুক্রবার (৫ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্তে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হয়েছে।’

অভিযুক্ত অন্যরা হলো– ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, শহিদুল আলম খান, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, সিয়াম ও অলি আহমেদ। আমজাদ মোহাম্মদপুর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। বাকিরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র দেন। ২০ জানুয়ারি আদালত অভিযোগপত্র আমলে নেন। শুক্রবার (৫ মার্চ) বিষয়টি জানাজানি হয়েছে। অভিযোগপত্রে হামলার কারণ হিসেবে সাবেক এই রাষ্ট্রদূত সরকারবিরোধী ষড়যন্ত্র করছেন এমন সন্দেহে আসামিরা হামলা করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নিয়ে ফেরার পথে মার্শা বার্নিকাটের গাড়িবহরে একদল মোটরসাইকেল আরোহী হামলা করে। হামলাকারীরা রাষ্ট্রদূতের দুই নিরাপত্তাকর্মীকে মারধর ও দুটি গাড়ি ভাঙচুর করে। এছাড়া বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। এ ঘটনায় বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশের পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগপত্রভুক্ত আসামিরা এখনও কেউ গ্রেফতার হননি। অভিযোগপত্রে তাদের সবাইকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি প্রকাশ্যেই তাদের নিত্যদিনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সেক্রেটারি নাইমুল হাসান রাসেল তার মা অসুস্থ এবং তিনি হাসপাতালে আছেন বলে ফোন কেটে দেন।

জানতে চাইলে ঢাকা মহানগর ছাত্রলীগ-উত্তরের সভাপতি ইব্রাহীম জানান, যদি কারও বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করেন, তবে তার বা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ করা হলে ঢাকা মহানগর ছাত্রলীগ-উত্তরের সেক্রেটারি সাইদুর রহমান হৃদয় বলেন, ‘তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আজই আমি প্রথম জানলাম। আমি বিষয়টির খোঁজ নেবো।’

 

/এনএল/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে