X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের আগে প্রস্তুতি সেরে রাখলো কিউইরা

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৪:২৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৪:৩২

বাংলাদেশের বিপক্ষে নামার আগে প্রস্তুতিটা সাফল্যের সঙ্গেই সেরে রাখলো নিউজিল্যান্ড। শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা।

অথচ প্রথম দুই ম্যাচ জেতা নিউজিল্যান্ড হেরে গিয়েছিল শেষ দুই ম্যাচেই! ওয়েলিংটনে সর্বশেষ দুই ম্যাচ ছিল দর্শকহীন। তাই দর্শক পূর্ণ শেষ ম্যাচে জমা ছিল সব রোমাঞ্চ। কিন্তু অ্যারন ফিঞ্চ আর ম্যাথু ওয়েড ছাড়া আর কেউই প্রভাব ফেলতে পারলেন না শেষ ম্যাচে। ফিঞ্চ ফেরেন ৩৬ রান করে আর ওয়েড করেন সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া ২৬ রান করেছেন মার্কাস স্টয়নিস।

বিশেষ করে শেষ দিকের ওভারগুলোতে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে বল করেছে স্বাগতিক বোলাররা। শেষ ৭ ওভারে অস্ট্রেলিয়া তুলতে পেরেছে ৪৩ রান! তাতে ৮ উইকেটে ১৪২ রানের পুঁজি পায় অজিরা।

কিউই বোলারদের মধ্যে ২৪ রানে তিনটি উইকেট নিয়েছেন ইশ সোধি। দুটি করে নেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

লক্ষ্য বড় না হওয়ায় জয় পেতে অবশ্য কিউইদের কোনও বেগ পেতে হয়নি। দুই ওপেনারেই ১১.৫ ওভারে উঠে ১০৬ রান। ডেভন কনওয়ে ২৮ বলে ফেরেন ৩৬ রানে। তাতেও অবশ্য অপরপ্রান্তে মার্টিন গাপটিলের ঝড় থেমে থাকেনি। দ্রুত কেন উইলিয়ামসনের উইকেট পড়লেও গ্লেন ফিলিপস পরবর্তী দায়িত্ব কাঁধে তুলে নেন দলের। গাপটিল ৪৬ বলে ৭১ রানে বিদায় নিলে ফিলিপসের ঝড়ো ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড।

গাপটিলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়। অপর দিকে ১৬ বলে ৫টি চার ও ২ ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন ফিলিপস। ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয় ১৫.৩ ওভারে। ম্যাচসেরা মার্টিন গাপটিল হলেও সিরিজ সেরা স্পিনার ইশ সোধি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!