X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারীর বৈষম্যহীন সমাজ গড়তে ৮ দফা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৭:৪১আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৭:৪১

নারীর মর্যাদা, সম-অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়তে ৮ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সোমবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হচ্ছে— ১৮৬১ সালের ধর্ষণ আইন পরিবর্তন করে যুগোপযোগী করা, কৃষিসহ সব ক্ষেত্রে ও স্তরে সমকাজে নারী-পুরুষের সমমজুরি নিশ্চিত ও গৃহশ্রমিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন করা, সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত ও ইউনিফর্ম সিভিল কোড চালু এবং সিডও সনদের দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়া, গৃহস্থালি কাজকে অর্থনৈতিক কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া ও জিডিপির হিসাবে অন্তর্ভুক্ত করা, বেসরকারি বৈষম্য দূর করে সব প্রতিষ্ঠানে ৬ মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটি কার্যকর করা, নগরে নারীদের জন্য পর্যাপ্ত আধুনিক গণপরিবহনের ব্যবস্থা করা, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পাবলিক টয়লেট নির্মাণ করা, বিজ্ঞাপন, নাটক, সিনেমা, ওয়াজ মাহফিলে নারীকে অশ্লীল ও পণ্যরূপে উপস্থাপন বন্ধ করা, মুক্তিযুদ্ধে নারীদের বীরত্বের কথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং অপসংস্কৃতি, অশ্লীলতা, পর্নোগ্রাফি ও মাদকের ছোবল থেকে নর-নারী, ছাত্র-যুব সমাজকে রক্ষা করা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও পাঠ্যপুস্তকসহ সর্বত্র সাম্প্রদায়িকীকরণ রোধ করা।

সমাবেশ থেকে বক্তারা বলেন, নারী দিবস ঘোষণার এত বছর পরেও আমাদের দেশের নারীরা রাষ্ট্রীয়ভাবেই আইনি বৈষম্যের শিকার হয়ে সমান অধিকার থেকে বঞ্চিত। এখনও সম্পত্তির উত্তরাধিকারে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা পায়নি। সমকাজে সমমজুরি আইনে থাকলেও, প্রায় সকল অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিকদের ক্ষেত্রে তার বাস্তবায়ন নেই। অপরদিকে সারা দেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ভয়াবহভাবে বেড়ে চলেছে। ৩ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা— যেকোনও বয়সের নারী ধর্ষণের শিকার হচ্ছেন। ঘরে, বাইরে, পথে, গণপরিবহনে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কলকারখানায়, কর্মক্ষেত্রে, শহীদ মিনারে, ধর্মীয় প্রতিষ্ঠানে, পাহাড়ে, সমতলসহ দেশের এমন কোনও জায়গা নেই, যেখানে নারীরা ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছেন না। ধর্ষণ নির্যাতন এমন মাত্রায় এসে পৌঁছেছে যে, আমাদের দেশে কোনও নারীর পক্ষে উৎকণ্ঠার বাইরে স্বাভাবিক জীবনযাপন কল্পনা করা সম্ভব হচ্ছে না।

সমাবেশে উপস্থিত ছিলেন— সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, ঢাকা নগর সভাপতি মুক্তা বাড়ৈ, কেন্দ্রীয় সদস্য সুস্মিতা মরিয়ম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক লাবনী বন্যা প্রমুখ।

/এসও/ এপিএইচ/
সম্পর্কিত
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!