X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নতুন মাত্রায় পৌঁছেছে ব্রাজিলে করোনা সংক্রমণ

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২১, ১০:২৯আপডেট : ১১ মার্চ ২০২১, ১০:২৯
image

করোনাভাইরাসের মহামারিতে ব্রাজিলে প্রথমবারের মতো এক দিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটিতে বাড়ছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের দেশ এখন ব্রাজিল। দেশটিতে মোট দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবারই মারা গেছে দুই হাজার ২৮৬ জন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন অতি সংক্রামক ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ পরিস্থিতি চরম আকার নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতি মারাত্মক আকার নেওয়ায় বুধবার প্রেসিডেন্ট জইর বলসোনারোর কঠোর সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি অভিযোগ করেন বর্তমান প্রেসিডেন্টের ‘স্টুপিড’ সিদ্ধান্তের কারণে পরিস্থিতি এমন আকার নিয়েছে। এদিকে বরাবরই করোনা মহামারিকে অবহেলা করে আসা প্রেসিডেন্ট বলসোনারোকে কয়েক মাসের মধ্যে বুধবার প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা গেছে। এর আগে তিনি করোনা নিয়ে জনগণকে ‘ঘ্যানঘ্যানানি’ বন্ধ করতে বলেন।

সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের বড় শহরের হাসপাতালগুলোর ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। এর অনেকগুলোয় বিপর্যস্ত হয়ে পড়ার মুখে রয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ স্বাস্থ্য কেন্দ্র ফিওকরাজ। কেন্দ্রটির চিকিৎসক এবং গবেষক মার্গারেথ ডালকোলমো বলেন, মহামারির সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে ব্রাজিল।

বুধবার এক দিনেই ব্রাজিলে নতুন করে ৭৯ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা একদিনে তৃতীয় সর্বোচ্চ শনাক্ত। সম্প্রতি আক্রান্ত বেড়ে যাওয়ায় ভূমিকা রাখছে ভাইরাসটির পি১ নামের নতুন একটি ভ্যারিয়েন্ট। ধারণা করা হচ্ছে এই ভ্যারিয়েন্টটি অ্যামাজন অঞ্চলের শহর মানাউস থেকে ছড়িয়েছে।

/জেজে/
সম্পর্কিত
পেরুতে ১৩ খনি শ্রমিক হত্যার সন্দেহভাজন কলম্বিয়ায় আটক
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
গরিবের পোপকে হারিয়ে শোকাহত আর্জেন্টিনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে