X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট বাদল জেল হাজতে

নোয়াখালী প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১৭:১১আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৭:১১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) তাকে গত ১৯ ফেব্রুয়ারি চাপরাশিরহাট বাজারে পুলিশের উপর হামলার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজানের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। এছাড়াও পুলিশ তাকে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে। এ তথ্য নিশ্চিত করেন বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ হাওলাদার।

সকালে কড়া পুলিশ পাহারায় বাদলকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পুলিশের উপর হামলা মামলার পাশাপাশি তাকে বিস্ফোরক মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়। আদালত তাকে শোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে গত ৮ মার্চ বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে লাঞ্ছিত করার বিষয়ে তার স্ত্রী আরজুমান পারভীন কাদের মির্জাকে আসামি করে দ্রুত বিচার আইনে দায়ের করেছেন। ওই মামলায় শুনানি শেষে দ্রুতবিচার আদালতের বিচারক শোয়েব উদ্দিন খান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনিকে ১০ কর্ম দিবসের মধ্যে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন, মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ হাওলাদার।

উল্লেখ্য, সোমবার বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি, ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে। মামলায় মির্জার ভাই শাহাদাত হোসেনকে দ্বিতীয় ও ছেলে মির্জা মাশরুর কাদের ওরফে তাশিক কাদেরকে তৃতীয় আসামি করা হয়েছে। বিজ্ঞ বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান আদেশ দেন, এ মামলা নেওয়ার এখতিয়ার এ আদালতের নেই। তিনি মামলাটি দ্রুত বিচার আদালতের বিচারক শোয়েব উদ্দিন খানের আদালতে পাঠান।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ