X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আর সইতে পারছি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২১, ১৩:২৬আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৩:২৬

‘বাংলাদেশ নামের অসাম্প্রদায়িক রাষ্ট্রে, বিশেষ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের দিন সুনামগঞ্জের শাল্লার নয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা দেশের জন্য অত্যন্ত লজ্জার। দেশের হিন্দু সম্প্রদায় মৌলবাদের দ্বারা বিভিন্ন অত্যাচারে অত্যাচারিত ও নির্যাতিত। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আর সইতে পারছি না।'

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে শুক্রবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক তিনটি মানববন্ধনের বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা মামুনুল হকের উসকানিমূলক বক্তব্যের কারণে ঝুমন কুমার নামের আইডি থেকে ‘মামুনুল হক হিন্দু এবং মুসলমানদের মাঝে দাঙ্গা লাগাতে চাচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত’ ফেসবুকে এরকম একটি স্ট্যাটাসের কারণে গত ১৭ মার্চ সকাল ৯টায় শত শত সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে ৮৮টি বাড়ি ও আটটি মন্দিরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। রান্নাঘরের হাড়ি-পাতিল পর্যন্ত ভেঙে নষ্ট করে। একইসঙ্গে মন্দিরের প্রতীমাও ভাঙচুর করে। সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

তারা আরও বলেন, ‘হিন্দু মহাজোটের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ভুক্তভোগীদের বক্তব্য শুনে টিমের সদস্যরা বাকরুদ্ধ ও হতভম্ব হয়েছেন। ঘটনার সময় লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের শ্লীলতাহানি করে। স্বর্ণালঙ্কার, কষ্টি পাথরের মূর্তিসহ বহু মূল্যবান জিনিস লুট করা হয়। তারা মাইকে ঘোষণা দেওয়ার সময়ও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেন। এত বড় ঘটনা, তবুও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এই ঘটনায় দেশের হিন্দু সম্প্রদায়ের সব লোক আতঙ্কে দিন পার করছে।’

তারা দাবি জানিয়ে বলেন, এর আগেও চট্টগ্রামের রাউজানের ফটিকছড়ি, কক্সবাজারের রামু, নাসিরনগর, কুমিল্লা ও যশোরের অভয়নগরসহ একের পর এক ঘটনা ঘটেছে। কিন্তু কোনও ঘটনায় এ সরকার বিচার করে না। এতকিছুর পরও জাতীয় সংসদ নীরব ভূমিকা পালন করছে। তাই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধে জাতীয় সংসদের হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সুনামগঞ্জের ঘটনায় হামলাকারী, অগ্নিসংযোগকারী ও লুটপাটকারী সব আসামিকে গ্রেফতার করে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

একই দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু পরিষদ এবং বাংলাদেশ সনাতন কল্যাণ জোট।

আরও পড়ুন-

শাল্লায় হামলার ঘটনায় দুই মামলা

হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, আসামি ৭৭০

মামুনুল হককে নিয়ে কটূক্তির জেরে শাল্লায় বাড়িতে হামলা

হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: শাল্লায় র‌্যাব ডিজি

মোদির সফরের আগে অনভিপ্রেত ঘটনায় আমরা দুঃখিত: কাদের

/বিআই/এফএস/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ