X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রার্থী তালিকা নিয়ে বিজেপিতে গৃহবিবাদ, হুঁশিয়ারি অমিতের

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২১, ০৮:৫৬আপডেট : ২২ মার্চ ২০২১, ০৮:৫৬

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই বিজেপির গৃহবিবাদ সামনে এসেছে। জেলায় জেলায় প্রার্থী নিয়ে চলছে বিক্ষোভ, ভাঙচুর। কর্মীদের বিক্ষোভের মুখে এরইমধ্যে অন্তত এক জায়গায় প্রার্থী বদল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার পশ্চিমবঙ্গ সফরে গিয়ে অমিত সাফ জানিয়ে দেন, প্রার্থী নিয়ে কোনও বিক্ষোভ বরদাশত করবে না দল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দলে গৃহবিবাদ তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হটাতে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।

এদিন বিকালে পূর্ব মেদিনীপুরের মেছেদায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন শাহ। এ সময় নেতাকর্মীদের নির্বাচন নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। বলেছেন, তৃণমূলের দুর্নীতি শেষ না করা পর্যন্ত বিজেপি কর্মীদের দম ফেলা চলবে না।

রবিারের সভায় দলীয় কর্মীদের কার কী ভূমিকা তা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় কিভাবে দলের প্রচার করতে হবে তাও পরিষ্কার করেছেন। জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য কিছু কর্মীকে পোলিং এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে।

জায়গায় জায়গায় বিক্ষোভ

প্রার্থী তালিকা ঘোষণার পর খোদ কলকাতায় বিজেপির হেস্টিংস কার্যালয়ে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা বিজেপি নেতা-কর্মীরা দলীয় অফিস ঘেরাও করে রাখে। এরপর পরের প্রার্থী তালিকা ঘোষণা হতেই মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, জগদ্দল, দুর্গাপুর, দমদমে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় নেতাকর্মীরা। কোথাও দলীয় কার্যালয় ভাঙচুর, কোথাও সড়ক অবরোধ, রাস্তায় আগুন জ্বালিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় বিক্ষুব্ধরা। প্রার্থী তালিকায় পছন্দের প্রার্থী না পেয়ে অনেকে দলও ছেড়ে গেছেন। কোচবিহার বিজেপির সহসভাপতি ভবেশ রায় প্রার্থী অসন্তোষের জেরে তৃণমূলে যোগ দিয়েছেন।

কেন বিক্ষোভ?

বিক্ষোভের নেপথ্যে মূলত দুইটি কারণ উঠে আসছে। বহিরাগত বনাম ভূমিপুত্র এবং আদি ও নব্য বিজেপির লড়াই। বিক্ষুব্ধ বিজেপির নেতা-কর্মীদের বক্তব্য, স্থানীয় পর্যায়ে যারা তৃণমূলের সঙ্গে লড়াই করে রাজনীতি করেছেন, তাদেরকে প্রার্থী করা হয়নি। বহিরাগত ইস্যুতেও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী অধ্যাপক বিমলশঙ্কর নন্দ বলেন, ‘কলেবরে বিজেপি বাড়ছে। পৃথিবীর অন্যতম বৃহৎ দল হিসেবে মনোনয়নের সময় এ রকম হতেই পারে। আর যারা বিজেপির উত্থানে শঙ্কিত, তারা উদ্দেশ্য নিয়ে বিক্ষোভগুলো করাচ্ছে।’

দ্বিতীয়ত, যারা সদ্য তৃণমূল ও অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের কেন প্রার্থী করা হয়েছে, এই প্রশ্ন তুলে বিক্ষোভ করছেন কর্মীরা। সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার বিজেপি কর্মীরা। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পাণ্ডবেশ্বরে বিক্ষোভ হয়েছে। শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে জগদ্দলের প্রার্থী করায় রীতিমতো রাস্তায় নেমে দলের ফ্লেক্স ছিঁড়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা।

অরিন্দম ভট্টাচার্য অবশ্য ডয়চে ভেলেকে বলেছেন, ‘এখানে আমার বিরুদ্ধে কোনও বিক্ষোভ চোখে পড়েনি। আমি নতুন লোক নই, শান্তিপুরের বিধায়ক। কারও যদি আমার বিরুদ্ধে কিছু বলার থাকে, তাহলে দলকে বলবে।’

নির্বাচনের মুখে কর্মীদের দলীয় অফিস ভাঙচুর বা পথ অবরোধ বিজেপির নির্বাচনের ফলে কি আঘাত হানতে পারে? অধ্যাপক অমল মুখোপাধ্যায় মনে করেন না যে এর প্রভাব দীর্ঘস্থায়ী। তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘বিক্ষোভ মিটে গেলেই মানুষ এসব ভুলে যাবে। পশ্চিমবঙ্গে প্রতীক দেখে ভোট হয়। তবে কেন্দ্রীয় নেতৃত্বের এ ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার ছিল।’

এদিকে বিজেপির দলীয় অসন্তোষ ঘিরে নেতৃত্বের অস্বস্তি যেমন বাড়ছে, তেমনি বিরোধী পক্ষের সুরও চড়ছে। এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের উদ্দেশে খোঁচা দিয়ে বলেন, ‘সিপিএমের হার্মাদ আর তৃণমূলের কিছু লোক গিয়ে এখন বিজেপিতে ছড়ি ঘোরাচ্ছে। বিজেপির যারা পুরনো লোক এখন তারা ঘরে বসে কাঁদছে।’

এমন পরিস্থিতিতে রবিবার প্রার্থী নিয়ে কোনও বিক্ষোভ বরদাশত না করার হুঁশিয়ারি দেন অমিত শাহ। সূত্র: হিন্দুস্তান টাইমস, ডয়চে ভেলে।

/এমপি/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়