X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডার আরও এক নাগরিকের বিচার শুরু

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২১, ১৮:০১আপডেট : ২২ মার্চ ২০২১, ১৮:০১
image

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হওয়া কানাডীয় নাগরিক মাইকেল কোভরিগের বিচার বেইজিংয়ে শুরু হয়েছে। একই অভিযোগে গত শুক্রবার আরেক কানাডীয় নাগরিক মাইকেল স্পাভোরের বিচার শুরু হওয়ার পর কোভরিগের মামলার শুনানি সোমবার শুরু হয়েছে।  তবে এদিন রুদ্ধদ্বার শুনানি হয়েছে। আর খুব শিগগিরই কোনও রায় আসবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডা হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়েকে আটকের জবাবে দুই বছর আগে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই দুই জনকে আটক করে। আটক হওয়া কানাডীয় নাগরিক মাইকেল কোভরিগ একজন সাবেক কূটনীতিক আর তিনি থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হয়ে কাজ করেন। আর মাইকেল স্পাভোর একজন ব্যবসায়ী। ২০১৮ সাল থেকেই চীনের কারাগারে রয়েছেন তারা। আর দোষী প্রমাণিত হলে আরও দীর্ঘ সময় বন্দি থাকতে হবে তাদের। এই দুইজনকে আটকের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। আর বেইজিং এর বিরুদ্ধে জিম্মি কূটনৈতিকতা চালানোর অভিযোগ তোলে অটোয়া।

সোমবার মাইকেল কোভরিগের বিচার চলার সময়ে বেইজিংয়ের আদালত এলাকা ঘিরে ফেলে পুলিশ। অন্য আন্তর্জাতিক কূটনীতিকেরা আদালতে যেতে চাইলেও তাদের আদালতে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। বেইজিংয়ে কানাডীয় দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স জিম নিকেল জানান, কূটনীতিকদের সেখানে যেতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা প্রবেশের সুযোগ না পেয়ে এবং আইনি প্রক্রিয়ার স্বচ্ছতার অভাবে খুবই সমস্যা বোধ করছি।’

এদিকে বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিসন উইলিয়াম ক্লেইনও আদালতের বাইরে হাজির ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘কানাডার দুই নাগরিককে ন্যুনতম প্রক্রিয়াগত সুরক্ষা না দেওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

/জেজে/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ