X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

আগুন এমনভাবে ছড়াবে ধারণাও করেনি কেউ (ফটোস্টোরি)

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ২১:১০আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:১৩

কক্সবাজারের উখিয়া কুতুপালং বড় শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে। 

কুতুপালং রোহিঙ্গা শিবিরে আগুন

শরণার্থী শিবিরের বালুখালীর ৮ ডব্লিউ ব্লকে সোমবার (২২ মার্চ) বিকাল তিনটায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরবাড়িতে।

কুতুপালং রোহিঙ্গা শিবিরে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চার ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কুতুপালং রোহিঙ্গা শিবিরে আগুন
ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

দূরের ব্লকে বসে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন একটি রোহিঙ্গা শিশু।
আগুনের খবরে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে ঘর-বাড়ি ফেলে দরকারি জিনিসপত্র নিয়ে বের হয়ে আসে।

কুতুপালং রোহিঙ্গা শিবিরে আগুন। অনেকে দরকারি জিনিসপত্র নিয়ে প্রাণ বাঁচাতে বাইরে এসে আশ্রয় নিয়েছেন।
রোহিঙ্গাদের দাবি অন্তত চারটি ব্লকে আগুন লেগেছে। এতে হাজারখানেক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

কুতুপালং রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন। পুড়ে গেছে শত শত ঘর।
আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় সমস্যা বাতাসের গতি। বাতাস আগুন ছড়িয়ে ফেলছে বলেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) প্রতিনিধি ও সিনিয়র সহকারী সচিব রাশেদুল হাসান।

কুতুপালং রোহিঙ্গা শিবিরে আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাতাসের তীব্রতা
বিভিন্ন সূত্র থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) আতিকুর রহমান জানান, তারা জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে পাশের ব্লক থেকে লোকজন সরিয়ে নিচ্ছেন।

আগুনে পুড়ে গেছে বাড়ি, পুড়েছে আশেপাশের গাছপালাও।
মিয়ানমারে সেনাবাহিনীর হামলা ও প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গারা।

আগুনে পুড়ে সব হারিয়ে আবার বিস্ময়ে বিমূঢ় একজন রোহিঙ্গা।

একটি করে ঘরই ছিল তাদের সম্বল। সেটাও পুড়ে যাওয়ায় বিস্ময়ে বিমূঢ় তারা। খোলা আকাশের নিচে আপাতত থাকতে হবে অনেককেই।

(ছবি: আবদুর রহমান (টেকনাফ) ও সংগৃহীত।)

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র