X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইমরানকে চিঠি মোদির

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২১, ০৮:৪৪আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৮:২০

কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বিবাদ নতুন নয়। ২০১৯ সালের ৫ আগস্ট দিল্লি কাশ্মিরের ৩৭০ ধারা প্রত্যাহার করলে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে। দীর্ঘ সেই হিমশীতল অবস্থার পর মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গত বৃহস্পতিবার ইমরান খান বলেছিলেন, ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে তার সরকার। তবে শান্তি ফেরানোর প্রথম উদ্যোগ ভারতকেই নিতে হবে। এর কয়েক দিনের মাথায় ২৩ মার্চ মঙ্গলবার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে ইমরান খানের কাছে চিঠি পাঠান মোদি।

চিঠিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের জাতীয় দিবসে সব নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী ভারত। তবে এজন্য সন্ত্রাস ও বৈরিতা কাটিয়ে পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি করা জরুরি।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের প্রচেষ্টারও প্রশংসা করেন মোদি।

আপাতত দর্শনে কেবল কয়েক লাইনের এই চিঠি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। কেননা, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা অটুট রাখতে দুই দেশের সুসম্পর্ক জরুরি। সেই লক্ষ্যে অতীতে অটল বিহারি বাজপেয়ী এগোনোর চেষ্টা করেছিলেন। একই পথ ধরেই হাঁটতে চেয়েছিলেন মনমোহন সিং। বাজপেয়ী লাহোরে বাসযাত্রার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়িয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। মনমোহন সিং একধাপ এগিয়ে বলেছিলেন, সীমান্তকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হোক। ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মধ্যে বাণিজ্য চালু হোক। কারণ, আগামী দিনে দুই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা স্থাপনে অনুঘটকের ভূমিকা নেবে।

নরেন্দ্র মোদিও কূটনৈতিক সম্পর্কের বাইরে গিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ব্যক্তিগত সখ্য গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে এক কাশ্মির ইস্যুতে সব চাপা পড়ে যায়।

এখন ইমরান খানের শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়ার পর মোদির এই চিঠিতে দুই দেশের সম্পর্কে গুণগত পরিবর্তন বয়ে আনবে কিনা সেটা সময়ই বলে দেবে। সূত্র: দ্য ওয়াল, এনডিটিভি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি