X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
পুরস্কারের পর সুশান্তের বোন

‘ভাই, আমি জানি তুমি দেখছো’

বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২১, ২২:৩৪আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৪৪

অকাল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চলচ্চিত্র ‘ছিচ্চোরে’ ​জিতেছে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৬৭তম এ আসরে হিন্দি ভাষা বিভাগে সেরা ছবি হিসেবে মনোনীত হয় এটি।

বিশেষ এ প্রাপ্তিতে আবারও সুশান্তের কথা মনে করিয়ে দিলেন তার বোন শ্বেতা সিং কীর্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশান্তকে উদ্দেশ করে লিখেছেন আবেগঘন পোস্ট। বলেন, ‘ভাই, আমি জানি তুমি এটা দেখছ! যদি এমনটা হতো তুমি সেখানে গিয়ে পুরস্কারটা নিতে! সত্যি বলতে, এমন কোনও দিন নেই যে, যেদিন তোমাকে নিয়ে আমার গর্ব হয়নি।’

আমেরিকা প্রবাসী শ্বেতা বরাবরই সোশ্যাল হ্যান্ডেলে বেশ সক্রিয়। প্রায়ই তিনি সুশান্তকে নিয়ে পোস্ট করে থাকেন। স্মরণ করেন প্রয়াত এ অভিনেতাকে।

এদিকে, সুশান্তের এ ছবিটির পুরস্কারপ্রাপ্তিতে কথা বলেছেন এর পরিচালক নিতেশ তিওয়ারি।

ই-টাইমসের সাথে একান্ত আলাপচারিতায় তিনিও সুশান্তকে স্মরণ করেন। বলেন, ‘ছবিটি নিয়ে আনন্দ আছে, আবার দুঃখও আছে। এটি একটি মিশ্র অনুভূতি। কারণ এই মুহূর্তটি ভাগ করে নেওয়ার জন্য সুশান্ত আর আমাদের সাথে নেই।’

উল্লেখ্য, গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্তে আসেনি ভারতীয় তদন্ত সংস্থাগুলো। বর্তমানে তার মৃত্যুর বিষয়টি দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) তদন্ত করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!