X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্বের ‘সর্ববৃহৎ’ ফানুস উড়বে বরগুনায়

বরগুনা প্রতিনিধি 
২৭ মার্চ ২০২১, ০৯:৫০আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৯:৫০

স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বরগুনায় উড়ানো হবে বিশ্বের ‘সর্ববৃহৎ’ ফানুস। আয়োজকরা বলছেন, এই ফানুস উড্ডয়নের মধ্য দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাবে বরগুনা। বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় ইতোমধ্যেই সর্ববৃহৎ ফানুস বানানোও প্রায় সম্পন্ন করে ফেলেছে সায়েন্স সোসাইটি নামের একটি সংগঠন। আগামীকাল রবিবার রাতে ফানুসটি ওড়ানো হবে।

ফানুস উড্ডয়নের আদ্যোপান্ত তুলে ধরতে আয়োজকদের পক্ষ থেকে শুক্রবার (২৭ মার্চ) রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা প্রশাসন। এখানে জানানো হয়, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে সর্ববৃহৎ ফানুস উড়বে উপকূলীয় জেলা বরগুনার আকাশে। শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে তৈরি ৫০ ফিট উচ্চতা ৩৪ ফুট ৮ ইঞ্চি প্রশস্থ ফানুসটির নাম রাখা হয়েছে ‘বিবি-২০২১’। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ফানুস তৈরি ও আকাশে ওড়ানোর দায়িত্ব নিয়াছে বরগুনা সায়েন্স সোসাইটি নামে একটি সংগঠন যাতে কয়েকজন কিশোর ও তরুণ কাজ করছে।

ফানুস বানানোর কাজ চলছে

সায়েন্স সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য জুলফিকার আমিন বাবু বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় বরগুনা সায়েন্স সোসাইটির একদল কিশোর ২৫ মার্চ থেকে এ ফানুস তৈরির কাজ শুরু করেন।  আগামী ২৮ মার্চ সন্ধ্যায় বরগুনার সার্কিট হাউস মাঠে এ ফানুসটি ওড়ানো হবে।

বরগুনা সায়েন্স সোসাইটির সভাপতি আকিল আহম্মেদ বলেন, গিনেজ বুক অব ওয়ার্ল্ডের তথ্যমতে এখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর রেকর্ড রয়েছে কলম্বিয়ার। ৩৮ ফুট তিন ইঞ্চি উচ্চতা এবং ৩২ ফুট ৯ ইঞ্চি প্রশস্থের ফানুসটি ওড়ানো হয় কলাম্বিয়া কাউকা বলিভার এলাকায়। ২০০৯ সালে ১১ জানুয়ারি জেসুস আলবার্টৌ নামের একজন এ ফানুসটি উড়িয়ে জায়গা করে নিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ডে।

ফানুস বানানোর কাজ চলছে

স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বিষয়টি প্রস্তাব করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ।

তিনি বলেন,  ‘সারাদেশেই স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে। বরগুনাকে একটি ভিন্ন মাত্র এনে দিতে সেই সঙ্গে সারাবিশ্বের কাছে বরগুনাকে তুলে ধরতে আমি জেলা প্রশাসনের কাছে প্রস্তাবটি উপস্থাপন করেছিলাম। বরগুনার জেলা প্রশাসকও বিষয়টিতে আগ্রহ প্রকাশ করে। বরগুনা গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের একটি বিষয়।’

ফানুস বানানোর কাজ চলছে

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ব রেকর্ড গড়া একটি আনন্দের বিষয়। মুজিব শতবর্ষ,  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার উদযাপনকে স্মরণীয় করতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি, আমাদের এ উদ্যোগ যথার্থভাবে বাস্তবায়িত হবে। এছাড়াও এ উদ্যোগের ফলে স্থানীয় মানুষ একটি আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারবেন।’

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে ২৮ মার্চ রাত সাড়ে ১০টায় বরগুনার সার্কিট হাউস মাঠে এ ফানুসটি ওড়ানো হবে। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি