X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

বাকি যাত্রীরা যাবেন কীভাবে?

শাহেদ শফিক
০১ এপ্রিল ২০২১, ১৩:০০আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১০:২৬

করোনার বিস্তার ঠেকাতে অর্ধেক কর্মী দিয়ে অফিস চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। গণপরিবহনেও শুরু হয়েছে অর্ধেক যাত্রী বহন। এদিকে রাইড শেয়ারিংও নিষিদ্ধ। আর তাই যাত্রীদের একটি অংশ পড়েছে বিপাকে। যানবাহন না পেয়ে রিকশায় উঠতে হচ্ছে অনেককে। সিএনজি অটোরিকশাও হাঁকাতে শুরু করেছে দ্বিগুণ ভাড়া। বুধবার (৩১ মার্চ) বর্ধিত ভাড়া আড়ায়ের প্রথম দিন দেখা গেছে এমন চিত্র।

বুধবার সকাল থেকে সারাদেশে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন শুরু করে পরিবহন মালিকরা। দুই সপ্তাহ এ আদেশ বলবৎ থাকবে। সকাল থেকে কোনও পরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করতে খুব একটা দেখা যায়নি। ফলে অফিসগামী মানুষরা পড়েছে ভোগান্তিতে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আগে একটি ৫৩ আসনের পরিবহনে কমপক্ষে ৭০ জন যাত্রী উঠতো। বুধবার থেকে সেখানে নেওয়া যাচ্ছে ২৬ জন। হিসাবে দেখা গেল, গণপরিবহনে উঠতে পারছে অন্য সময়ের চেয়ে এক তৃতীয়াংশ যাত্রী। অর্থাৎ অফিসে কর্মী অর্ধেক গেলেও যাত্রীদের একটি অংশের জন্য গণপরিবহনের কোনও ব্যবস্থা থাকছে না।

বুধবার সকালে নগরীর কুড়িল ফ্লাইওভারের নিচে গণপরিবহনের জন্য অপেক্ষমান মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন, অর্ধেক জনবল দিয়ে অফিস চলছে কিনা, সেটা নিশ্চিত হওয়ার আগে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন ঠিক হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো পারলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো অর্ধেক জনবলের বিষয়টা কতটা কার্যকর করতে পারবে তা নিয়ে সংশয় আছে। যে কারণে আজ যাত্রীদের এমন দুর্ভোগে পড়তে হয়েছে। আমার মনে হয় অফিসগুলোতে কর্মী অর্ধেক গেলে সমস্যা কেটে যাবে।

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের নির্দেশনা পালন করবো। অতিরিক্ত যাত্রী পরিবহনের সুযোগ নেই। যারা নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মনিটরিং ব্যবস্থা এখন জোরালো।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, সবেমাত্র সরকারি নির্দেশনা জারি হয়েছে। কার্যকর করতে প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এরমধ্যে একদিন আবার ছুটি ছিল।

তিনি আরও বলেন, আজ অনেকেই না জানার কারণে ভাড়া নিয়ে জটিলতায় পড়েছে। আমরা মালিকদের বলে দিয়েছি তারা যেন আজ বা কাল ভাড়া নিয়ে বেশি ঝামেলা না করে। কিছুদিনের মধ্যে বিষয়টি ঠিক হয়ে যাবে।

/এফএ/এমআর/
সম্পর্কিত
শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
‘এক চাকা’ নিয়েই ঢাকায় নিরাপদে অবতরণ করলো বিমানের ফ্লাইট
যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানে উঠে চালককে কুপিয়ে টাকা ছিনতাই
সর্বশেষ খবর
মোস্তাফিজকে আইপিএলে তিন ম্যাচের জন্য এনওসি দিলো বিসিবি
মোস্তাফিজকে আইপিএলে তিন ম্যাচের জন্য এনওসি দিলো বিসিবি
ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান কিয়েভের
ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান কিয়েভের
শ্রীনগর বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করা হবে: আদিলুর রহমান
শ্রীনগর বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করা হবে: আদিলুর রহমান
এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানুষের ঢল
এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানুষের ঢল
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়লো
উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়লো