রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের সেনারা আরও দুটি গ্রাম দখল করেছে। তবে ইউক্রেন এই দাবি অস্বীকার করেছে এবং জানিয়েছে, প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে এখনও তীব্র লড়াই চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ডনেস্ক অঞ্চলের পোক্রোভস্ক শহরের কাছের নোভোওলেক্সান্দ্রিভকা এবং উত্তর-পূর্বে ক্রামাতোর্স্ক ও স্লোভিয়ানস্কের কাছে অবস্থিত তোরস্কে গ্রামটি তারা দখল করেছে।
তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রাতে এক বিবৃতিতে জানিয়েছে, নোভোওলেক্সান্দ্রিভকা রাশিয়ার হামলার শিকার ১২টিরও বেশি গ্রামের একটি। তবে তারা তোরস্কের কোনও উল্লেখ করেনি।
জনপ্রিয় ব্লগার ডিপস্টেট দাবি করেছে, রুশ বাহিনী তোরস্কে দখলের চেষ্টা চালালেও তারা প্রতিহত হয়েছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে।
এদিকে ইউক্রেনের সর্বোচ্চ সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বৃহস্পতিবার জানিয়েছেন, ইউক্রেন একটি ন্যায়সঙ্গত শান্তি চায়। তবে ১১০০ কিমি দীর্ঘ ফ্রন্টলাইনে এখনও তীব্র সংঘর্ষ চলছে।
টেলিগ্রামে দেয়া এক বার্তায় সিরস্কি বলেন, রাশিয়া এখন এই যুদ্ধকে জীর্ণ করার যুদ্ধ হিসেবে চালাচ্ছে এবং ৬ লক্ষ ৪০ হাজার পর্যন্ত সেনা ব্যবহার করছে।
এমন এক সময়ে এই তীব্র লড়াই চলছে যখন ২০২২ সালের মার্চের পর প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে তুরস্কে। তবে এই আলোচনায় তাৎপর্যপূর্ণ কোনও অগ্রগতির আশা করা হচ্ছে না, কারণ ক্রেমলিন নেতা ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাবে সাড়া দেননি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মন্তব্য করেছেন, পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠক ছাড়া শান্তি প্রতিষ্ঠার কোনও সম্ভাবনা নেই।