X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সন্তান প্রসবের এক অবাক অভিজ্ঞতা

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২১, ১৮:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৮:৩০

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মেলিসা সার্জেকফ ৮মার্চ পর্যন্ত নিজের স্বাভাবিক দৈনন্দিন রুটিন পালন করে যাচ্ছিলেন। কিন্তু ওই দিন থেকে তিনি পাকস্থলীতে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন।

প্রথম দিকে তার সঙ্গী ডনি ক্যাম্পবেল মনে করেছিলেন, হয়ত কিডনির প‌াথরের কারণে এমন হচ্ছে। তিনি জরুরি সেবা ৯১১-এ ফোন করে সহযোগিতা চান।

কিন্তু এটি কোনও কিডনির পাথর বা সাধারণ পাকস্থলির ব্যথা ছিল না। মেলিসা জানান, টয়লেটের সিটে বসলেই কিছুটা আরাম পেতেন। কিছু দিন পর আর তা করতে পারছিলেন না। ব্যথায় চিৎকার শুরু করতেন।

মেলিসা বলেন, ওই সময় আমার মনে হচ্ছিল কিছু একটা আমার ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি টয়লেটের দিকে থাকালেও নিশ্চিত ছিলাম না কী ছিল সেটা। আমি মনে করছিলাম, হয়ত আমার কোনও অঙ্গহানি হয়েছে। কারণ আমি জানতাম না।

আসলে মেলিসা ছিলেন অন্তঃস্বত্তা এবং টয়লেটে সন্তানের জন্ম দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বোস্টনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অবাক করার মতো সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। মেলিসার সঙ্গী ক্যাম্পবেল বলেন, আমরা সন্তান প্রত্যাশা করছিলাম না। কিন্তু হুট করে টয়লেটে একটা বাচ্চার জন্ম হয়ে গেলো।

মেলিসা একেবারেই হকচকিয়ে যান। কারণ তিনি যে অন্তঃস্বত্তা ছিলেন এই বিষয়ে তার কোনও ধারণাই ছিল না। সন্তান গর্ভে থাকার ৯ মাসেও তা জানা যায়নি। বিশেষ করে গর্ভাবস্থায় পেট বড় হওয়ার মতো কোনও লক্ষণও ছিল না। প্রসবপূর্ব কোনও যত্ন ছাড়াই নবজাতকের স্বাস্থ্যছিল এবং হাসপাতালে মাত্র একরাত থাকার পরই ছাড়পত্র দেওয়া হয়েছে।

মেলিসা বলেন, আমরা মনে করেছিলাম ওষুধের কারণে হয়ত আমার ওজন বাড়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে।

অবশ্য নিজের গর্ভধারণের বিষয়টি না মানুষ একাই নন মেলিসা। গত বছর ব্রাজিলের ২০ বছর বয়সী আলমেইদা নামের এক নারীও একা বাথরুমে নিজের সন্তান প্রসব করেছিলেন। তার গর্ভধারণের কথা কেউ জানতেন না বলে সহযোগিতার করার মতো কেউ ছিলেন না আশেপাশে।

আরেকটি ঘটনা ঘটেছে ওয়েস্ট সাসেক্সে। এখানে ৩২ বছর বয়সের এক নারী ৩৭ সপ্তাহ পর্যন্ত জানতেন না যে তিনি অন্তঃস্বত্তা। কারণ তিনি নিয়মিতই জন্মবিরতিকরণ পিল খাচ্ছিলেন এবং পিরিয়ড হচ্ছিল।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী