X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বাতাসে রহস্যময় মিথেন গ্যাস

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২১, ২০:৩৮আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৮:৩৩

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। কিন্তু সম্প্রতি ফ্রান্সের প্যারিসভিত্তিক একটি সংস্থা জানিয়েছে, এতদিন বৈশ্বিক উষ্ণতার জন্য কার্বন-ডাই-অক্সাইডকে দায়ী করা হলেও এখন সেই স্থান দখল করে নিচ্ছে মিথেন গ্যাস। আর বিশ্বে সবচেয়ে মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে বাংলাদেশে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কাইরোস সাস নামের ডাটা অ্যানালাইসিসের কাজ করা এই সংস্থাটি মূলত উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত তথ্য উদঘাটনে সুনাম অর্জন করেছে। সম্প্রতি এই সংস্থা পৃথিবীজুড়ে মিথেন নির্গমন নিয়ে কাজ চালায়। এতে মিথেন নির্গমনে বাংলাদেশের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকার বিষয়টি তাদের নজরে আসে।

কাইরোস সাস জানায়, ‘গত কয়েক বছর ধরেই বাংলাদেশে মিথেনের নিঃসরণ বেড়েই চলেছে। আমাদের হাতে আসা ছবি সেকথাই বলছে। কিন্তু এর যথাযথ উৎস কী — তা এখনও খোঁজা বাকি।’

গত মে মাসে ব্লুফিন্ড টেকনোলজিস নামে আরেকটি সংস্থা ফ্লোরিডায় বাড়তে থাকা মিথেনের কারণ অনুসন্ধান করে। তাদের হাতে আসা তালিকাতেও বাংলাদেশের নাম সবার উপরে রয়েছে। গত কয়েক বছর ধরে পরিবেশবিদরা মিথেনের উৎস খুঁজতে কাজ চালাচ্ছেন। কিন্তু মেঘের স্তর, গ্যাসের ঘনত্বের কারণে সেই কাজ ব্যহত হয়।

তবুও বাংলাদেশে এই গ্যাসের লাগামছাড়া নিঃসরণ বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী শাহাবুদ্দিন বলেন, ‘এই সমস্যা নিয়ে অবশ্যই আমাদের উদ্বেগ আছে। আমাদের এখানে সিংহভাগ মিথেনই কিন্তু ধানক্ষেত থেকে জন্মায়৷ যখন চাষীরা জমিতে সেচ দেয়৷ তখন মাটিতে থাকা ব্যাকটেরিয়া বিপুল পরিমাণ গ্যাস সৃষ্টি করে। এ ছাড়া জীবাশ্ম জ্বালানি এর অন্য একটা উৎস।’

বিজ্ঞানীদের দাবি, প্রাকৃতিক গ্যাস লাইনে ফাটল, কলকারখানার বর্জ্য, নির্গত দূষিত ধোঁয়া, খনিজ দ্রব্যের জ্বালানিজাত মিশ্রিত গ্যাস বাংলাদেশে মিথেনের স্তর বাড়িয়েই চলেছে৷ এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। যেমন, প্রবল ঝোড়ো বাতাস মিথেনকে তার উৎস থেকে বসতি অঞ্চলের দিকে ছড়িয়ে দেয়৷ এমনিতেই বাংলাদেশের আয়তনের তুলনায় জনঘনত্ব অনেকটা বেশি। তাই ছড়িয়ে পড়া মিথেন বাড়াতে থাকে উষ্ণায়ন।

এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ডের চেয়ারম্যান স্টিভেন হামবুর্গ বলেন, বাংলাদেশের পরিস্থিতি আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। প্রাকৃতিক ও মানুষের তৈরি উৎসগুলোও চিহ্নিত করতে হবে। তবেই এই আশঙ্কার কালো মেঘ দূর হবে৷

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী