X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী আটক?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১২:১২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৩:২৪

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর খোঁজ মিলছে না। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের বৈঠক শেষে বের হওয়ার পর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন হেফাজতের একাধিক নেতা।

হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার সন্ধ্যার পর সাড়ে সাতটার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন মাওলানা ইসলামাবাদী। আমরা আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। থানায় জিডি করারও চিন্তা করছি। সারা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। আমরা তার কোনও সন্ধান পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিনিয়র নেতৃবৃন্দ যোগাযোগ রাখছেন।’

“মামুনুলের ‘তৃতীয় স্ত্রী’র ভাইয়ের জিডি”

হেফাজতের আরেক নেতা জানান, রবিবার হেফাজতের মিটিংয়ের ইলিয়াস হামিদী নামে একজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে গাড়ি থামিয়ে।

আজিজুল হক ইসলামাবাদীর ছোট ভাই ফায়জুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ভাইকে কাল সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছি না। মুরুব্বিরা সিদ্ধান্ত নিচ্ছেন পরবর্তী করণীয় কী করতে হবে।’

“এবার তৃতীয় বিয়ের দাবি মাওলানা মামুনুল হকের”

পরে সোমবার দুপুরে ফায়জুল হক বাংলা ট্রিবিউনকে ফোন করে বলেন, ‘আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল র‌্যাবের সদস্যরা হাটহাজারী থেকে ভাইকে নিয়েছিলেন। এখন তিনি ঢাকার ডিবি কার্যালয়ে আছেন।’

তবে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি জানি না। কারও সঙ্গে এ বিষয়ে কথা হয়নি।’

এদিকে, হেফাজতের একাধিক নেতা জানান, সারাদেশে নেতাদের গ্রেফতারের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন আটক হয়েছে বলে দাবি করেছেন এক নেতা।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে