X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আজ মোস্তাফিজকে ছাড়াই নামছে রাজস্থান?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৪:১২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৪:১৮

সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুর ম্যাচে খেলেছেন। তবে আরেক তারকা মোস্তাফিজুর রহমানের আইপিএল অভিযান হচ্ছে বিলম্বিত। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাঁহাতি পেসার। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুর কারণে তাকে ছাড়াই উদ্বোধনী ম্যাচে নামছে রাজস্থান। দলটির আজকের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

বাংলাদেশ সময় সোমবার রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১।

এবারের আসরে ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে দলে ভেড়ায় রাজস্থান। নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।তবে এবার শুরুর দিকে খেলার সুযোগ হচ্ছে না তার।

গত ৪ এপ্রিল সকালে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বাংলাদেশের সতীর্থরা যখন বাড়ির পথে ছুটেছেন, মোস্তাফিজ তখন বিমানবন্দরেই সময় কাটিয়েছেন। এরপর বিকাল সাড়ে ৩টার ফ্লাইটে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি।

নিয়ম অনুযায়ী, ভারতে পৌঁছে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। সে কারণে রাজস্থানের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজকে দেখার সম্ভাবনা খুব কম। কেননা রবিবার কোয়ারেন্টিন শেষ হয়েছে মোস্তাফিজের। ফলে অনুশীলন ছাড়া তাকে খেলানোর ঝুঁকি নেবে না রাজস্থান। তিনি অনুশীলনের সুযোগ পাচ্ছেন আজ থেকে। গত এক সপ্তাহ হোটেল রুমে বসে ওয়ার্কআউট করেই সময় কাটিয়েছেন। 

অবশ্য এই রাজস্থান গত আসরে ছিল পুরোপুরি ছন্নছাড়া একটি দল। সর্বশেষ আসরে সবার তলানির দল ছিল তারা। এবার অবশ্য পুরোপুরি নতুন রুপে ব্যয়বহুল ও সমৃদ্ধ বেঞ্চ নিয়েই দলটি মাঠে নামছে। অধিনায়কও নতুন- সানজু স্যামসন।

গত আসরে অবস্থা এমনই করুণ ছিল যে ওপেনিং জুটি সাজানো নিয়েই বেগ পেতে হয়েছে। টপে ৫টি কম্বিনেশনে সেই চেষ্টা করেও সফল হয়নি তারা। তাদের মধ্যে ছিল স্টিভেন স্মিথ ও রবিন উথাপ্পাও। এবার অবশ্য দলে এদের কেউই নেই। 

তবে এবার জস বাটলার, বেন স্টোকস ও জৈসওয়াল এবারের ওপেনিং জুটির জন্য ফেভারিটের তালিকায়। 

এবার অবশ্য রাজস্থানের দুর্ভাগ্য যে, শুরুর দিকে দলটির গত আসরের শীর্ষ উইকেট শিকারি জোফরা আর্চার খেলতে পারছেন না ইনজুরির কারণে। তার বদলে মরিসকেই বাড়তি দায়িত্ব নিতে হবে বোলিং বিভাগে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা