X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হচ্ছে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ ছবির সিক্যুয়েল

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৭:১৯আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:৫২

অভিনেতা থেকে প্রযোজক হয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। তার প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’  ছবি দুটি হয়েছিল তুমুল ব্যবসা সফল।

এবার ছবিগুলোর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ডিপজল। চুক্তিবদ্ধ করেছেন পরিচালক মনতাজুর রহমান আকবরকে।

বিষয়টি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘‘চলচ্চিত্রের দুঃসময়ে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ পুরো ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল। অশ্লীল যুগের অবসান ঘটাতেও সিনেমা দুটি ভূমিকা রেখেছিল। তাই আমার ধারাবাহিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় এর সিক্যুয়েল নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমার নির্মিত এসব সিনেমা মুক্তির মাধ্যমে চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে ভূমিকা রাখবে।’

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ মুক্তি পেয়েছিল। এগুলোর পরিচালক ছিলেন এফ আই মানিক।

এদিকে, গত কয়েক মাসে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন এই অভিনেতা। গত আড়াই মাসে তিনটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন। এগুলো হলো ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ ও ‘যেমন জামাই তেমন বউ’।

ডিপজল জানান, লকডাউন শেষ হওয়ার পরপরই নতুন সিক্যুয়েল দুটির কাজ শুরু হবে। ইতোমধ্যে এর পাণ্ডুলিপি প্রস্তুত করা হয়েছে। ছবি দুটির গল্প লিখেছেন ডিপজল নিজেই।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!