X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুখীজনের মাঝে বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
১৪ এপ্রিল ২০২১, ০৮:০০আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৪ এপ্রিলের ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের এই দিনে হেলিকপ্টারযোগে ফরিদপুরে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি প্রায় তিন ঘণ্টাব্যাপী হেলিকপ্টারযোগে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং ফরিদপুর, গোপালগঞ্জ ও গোয়ালন্দ এলাকায় অবতরণ করে দুর্গতদের দুঃখ-দুর্দশা সরেজমিন প্রত্যক্ষ করেন। বঙ্গবন্ধু সরকারি প্রটোকলের বাইরে গিয়ে মানুষের সঙ্গে মিশে যান, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তাদের সান্ত্বনা দেন। নিজেদের মাঝে বঙ্গবন্ধুকে দেখতে পেয়ে এ সময় অনেকে কেঁদে ফেলেন। দুখী মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় আবেগে বঙ্গবন্ধুর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তাঁর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ, রেডক্রস সমিতির চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং ফরিদপুর জেলার সংসদ সদস্য শামসউদ্দিন উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। এলাকা পরিদর্শনকালে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে এক লাখ টাকা মঞ্জুর করেন। সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য যেন ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে তার নিশ্চয়তা বিধানের জন্য তিনি স্থানীয় কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন। ফরিদপুরের সদরপুর থানার অন্তর্গত রামনগর, গোপালগঞ্জের মুকসুদপুর থানার গোহালসহ বেশ কিছু গ্রামে বঙ্গবন্ধুর হেলিকপ্টার অবতরণ করে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান গোপালপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে আওয়ামী লীগ কর্মীদের ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য দেওয়ার আহ্বান জানান।

মালামাল যাচ্ছে কোথায়

বাংলাদেশের অর্থনৈতিক সংকট অব্যাহত রাখা এবং তাকে আরও ভয়াবহ করে তোলার চাঞ্চল্যকর ষড়যন্ত্র নিয়ে ১৪ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইত্তেফাক। এতে বলা হয়, সংকট সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও কতিপয় নিত্যপ্রয়োজনীয় জিনিস বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে। ক্রমাগত ঢাকার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ইসলামপুর, মৌলভীবাজার ও চকবাজার থেকে ব্যবসায়ী নামধারী একশ্রেণির লোক হাজার হাজার মণ চাল-ডাল কেনা শুরু করেছে। ব্যবসায়ী মহল জিনিসপত্র কেনার ধুম দেখে অবাক বিস্ময়ে ভাবছে এসব মাল কোথায় যাচ্ছে। কোনও একটি মহলের খবরে প্রকাশ—সীমান্তের ওপারে একজন অসাধু ব্যবসায়ী সীমান্ত এলাকায় গুদাম নির্মাণ করে এসব জিনিসপত্র কিনে গুদামজাত করছেন।

১৯৭৩ সালের ১৫ এপ্রিলের পত্রিকায় বর্ষবরণের খবর

রমনা বটমূলে বর্ষবরণ

রাজধানীসহ বাংলাদেশের সর্বোচ্চ জনগণ এই দিন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বাংলা নববর্ষকে। উৎসবমুখর রাজধানীর নাগরিকদের মধ্যে সেদিন অবকাশকালীন মনোভাব পরিলক্ষিত হয়েছে। প্রায় প্রতিটি পাড়ায় ছোটখাটোভাবে হলেও বাংলা নববর্ষ উদযাপনের প্রচেষ্টা ছিল সুস্পষ্ট। ভোর পাঁচটা থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত নববর্ষ অনুষ্ঠানে রাজধানী ছিল সরগরম। কিন্তু সাধারণভাবে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মধ্যে সামগ্রিকভাবে বড় মাপের নববর্ষবরণের অনুষ্ঠান সীমাবদ্ধ ছিল। সর্বপ্রথম অনুষ্ঠান হয় ভোর পাঁচটায় ‘স্বাধীন বাংলা বেতারকর্মী সমিতি’র উদ্যোগে। এ উপলক্ষে নববর্ষ মেলা অনুষ্ঠিত হয়। ছায়ানট ও কেন্দ্রীয় খেলাঘর রমনায় পৃথকভাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা