X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কারা হাসপাতালে নাভালনি

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ১১:০১আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১১:০১

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নাভালনির সমর্থক ও কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নিজের মেডিক্যাল টিমের সঙ্গে দেখা করতে না দেওয়া গত ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন নাভালনি। এক পর্যায়ে তার অবস্থার অবনতি ঘটে।

সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন, কোমরের ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার চিকিৎসা না করালে কয়েক দিনের মধ্যে ৪৪ বছরের নাভালনির মৃত্যু হতে পারে। রক্ত পরীক্ষায় দেখা গেছে, যেকোনও মুহূর্তে তার কার্ডিয়াক অ্যারেস্ট কিংবা কিডনি অকার্যকর হয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেন, বিরোধী নেতাকে যথাযথ চিকিৎসা দিচ্ছে না রুশ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেইক সালিভ্যান বলেছেন, কারাগারে নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের এ ব্যাপারে জবাবদিহি করতে হবে।

যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নাভালনির চিকিৎসার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোর ক্রমাগত উদ্বেগের মধ্যেই চিকিৎসার জন্য তাকে কারা হাসপাতালে স্থানান্তর করে রুশ কর্তৃপক্ষ।

হাসপাতালে নাভালনির সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবী অ্যালেক্সেই লিপ্টসার। তিনি জানান, কারাগারে শারীরিক অবস্থার অবনতি ঘটলেও নাভালনির চিকিৎসকদের তার কাছে যেতে দেওয়া হয়নি।

অ্যালেক্সেই লিপ্টসার জানান, নাভালনির আগে যেসব উপসর্গ ছিল তার সবই এখনও একই অবস্থায় রয়েছে। বাহু ও পায়ে অসাড়তা ছাড়াও পিঠে ব্যথা রয়েছে। এগুলো চলে যায়নি বরং পরিস্থিতি কেবল আরও খারাপের দিকে যাচ্ছে।

কারা কর্তৃপক্ষ অবশ্য বলছে, নাভালনি ‘সন্তোষজনক’ অবস্থায় ছিলেন এবং তার সম্মতিতেই তাকে ‘ভিটামিন থেরাপি’ দেওয়া হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ক্রেমলিন জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনও তথ্য নেই এবং বন্দিদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা প্রেসিডেন্টের কাজ নয়।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত