X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কায় আমরা জিততেই এসেছি: মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৬:৫২আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৬:৫২

তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারে যাচ্ছেতাই। টেস্ট ক্রিকেটে তো আরও বাজে। ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবগুলো টেস্টেই হার ছিল সঙ্গী। কিন্তু বুধবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ভালো খেলতে মুখিয়ে মুমিনুলের দল। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল জানিয়েছেন, শ্রীলঙ্কাতে তারা জেতার জন্যই গেছেন।

সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা বাংলাদেশ দলের। কিন্তু মুমিনুল বললেন, ‘চাপ যদি বলেন, আমি তো কোনও চাপে নেই। আমার দলও কোনও চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। জেতার পুরোপুরি চেষ্টা করবো।। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে। আমরা শেষ দুটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রক্রিয়া ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি, তাহলে জয় পাবো।’

শ্রীলঙ্কায় খেলতে যাওয়া দুটি টেস্টই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়। বাংলাদেশ দল সেই লক্ষ্যে শ্রীলঙ্কায় উড়ে গেছে গত ১২ এপ্রিল। তিন দিন রুম কোয়ারেন্টিন শেষ করে তারা গত বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে। ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলেছে মুমিনুল-তামিমরা।

এর পর মঙ্গলবার ক্যান্ডিতে শেষ দিনের মতো সফরকারী দল অনুশীলন করেছে। নিজেদের প্রস্তুতি নিয়ে মুমিনুল বলেছেন, ‘এখনকার যে পরিস্থিতি, সেই অনুযায়ী ভালো প্রস্তুতিই হয়েছে। প্রস্ততি ম্যাচ খেলেছি, অনুশীলন করেছি, আজকেও করবো। দেশের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে কিছু পরিস্থিতি আসবে, যেগুলোতে আপনাকে মানসিক ও শারীরিকভাবে মানিয়ে নিতে হবে।’

অথচ এমন প্রস্তুতি হয়েছিল নিউজিল্যান্ডেও। তার পরেও কিউইদের বিপক্ষে বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে এমন বাজে ফিল্ডিং হলে এখানেও খেসারত দিতে হবে তাতে সন্দেহ নেই। কিন্তু দুই দেশের কন্ডিশন ভিন্ন হওয়ার কারণে শ্রীলঙ্কাতে ফিল্ডিং নিয়ে আশাবাদী টেস্ট অধিনায়ক, ‘এখানকার কন্ডিশন আর নিউজিল্যান্ডের কন্ডিশন ভিন্ন। শ্রীলঙ্কার কন্ডিশন অনেকটা আমাদের মতোই। ফিল্ডিংয়ের কথা যে বললেন... একটা সিরিজে বাজে ফিল্ডিং হতেই পারে। আমার মনে হয় না প্রত্যেকটা সিরিজে এরকম হচ্ছে। খেলোয়াড়রা সবাই অনেক কষ্ট করছে। আমার কাছে মনে হয়, এই সিরিজে আরও ভালো বোলিং-ফিল্ডিং করতে পারবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে