X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভারতে প্রথম ডোজ নেওয়ার পরও আক্রান্ত ২১ হাজার

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ২২:৪৯আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:৫২

ভারতে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার পরও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। আর দুটি ডোজ নেওয়ার পর আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি। বুধবার ভারতের কেন্দ্রীয় সরকার এই তথ্য জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এই বিষয়টি জানা গেছে।

এক সংবাদ সম্মেলনে আইসিএমআর-এর মহাপরিচালক বলরাম বারগভা জানান, কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া ১৭ লাখ ৩৭ হাজার ১৭৮ জন মানুষের মধ্যে ০.০০৪ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৭৫৪ জনের মধ্যে আক্রান্তের হার ০.০০৩ শতাংশ।
বারগভা জানান, ভ্যাকসিন নেওয়ার ফলে সংক্রমণের ঝুঁকি কমে এবং মৃত্যু ও গুরুতর সংক্রমণ এড়ানো যায়। তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার পর কেউ যদি আক্রান্ত হন তাহলে এটিকে ব্রেকথ্রু ইনফেকশন হিসেবে বলা হয়।

তিনি জানান, এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ কোভ্যাক্সিন ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ৯৩ লাখ ছিল প্রথম ডোজ। এদের মধ্যে ৪ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা প্রতি দশ হাজারে চার জন। দ্বিতীয় ডোজ নেওয়া ১৭ লাখ ৩৭ হাজার ১৭৮ জনের মধ্যে ৬৯৫ জন আক্রান্ত হয়েছেন।

কোভিশিল্ডের ১১ কোটি ৬০ লাখ ডোজ প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ নেওয়া ১০ কোটির মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৪৫ জন। প্রতি দশ হাজারে ২ জন। দুটি ডোজ নেওয়া ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৭৫৪ জনের মধ্যে ৫ হাজার ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বারগভা জানান, প্রতি দশ হাজারে দুই থেকে চার জন ব্রেকথ্রু সংক্রমণ ঘটেছে। যা খুব ক্ষুদ্র সংখ্যা। স্বাস্থ্যকর্মীরা পেশাগত বিভিন্ন জটিলতায় থাকার কারণে এসব সংক্রমণ হয়ে থাকতে পারে। এটি নিয়ে উদ্বেগের কিছু নেই।

সরকারের দেওয়া তথ্য অনুসারে, দুটি ভ্যাক্সিনের দুই ডোজ নেওয়ার পর ৫ হাজার ৭০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভারতের নিতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল উল্লেখ করেন, ভ্যাকসিন নেওয়ার পরও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আমরা সবাইকে বলছি ভ্যাকসিন নিলেও কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য।

/এএ/
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন