X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অস্কার মনোনয়নে এবার রঙের ছড়াছড়ি

ফয়সল আবদুল্লাহ
২২ এপ্রিল ২০২১, ১৩:৪৪আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৬:১৯

২৫ এপ্রিল ঘোষণা করা হবে ২০২১ সালের অস্কারজয়ীদের নাম। গত কয়েক বছর ধরে অস্কারের দিকে একটু বাড়তি নজর রয়েছে বিশ্ব-নির্মাতাদের। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্কার আরও প্রাপ্তমনষ্ক হয়েছে। জাত-পাত নিয়ে অতো আর ভাবছে না ইদানীং। ভালো কিছু দেখলেই দিচ্ছে মনোনয়ন। আর অস্কারের ইতিহাসে এবারের মনোনয়নটাই যেন সবচেয়ে বৈচিত্র্যে ঠাসা।

ক্লোয়ি ঝাও

আমেরিকান ড্রামা মুভি ‘নোম্যাডল্যান্ড’-এর পরিচালক ক্লোয়ি কিন্তু পুরোপুরি আমেরিকান নন। চাইনিজ-আমেরিকান এ নির্মাতা প্রথম নারী, যিনি অন্য রঙের হয়েও অস্কারে সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন! এই সিনেমার কাহিনি থেকে শুরু করে সম্পাদনা ও প্রযোজনাও ক্লোয়ির।

২০০৭ সালের দিকে আমেরিকার মহামন্দার সময় ষাটোর্ধ্ব এক নারী তার সব সঞ্চয় হারিয়ে যাত্রা শুরু করেন পশ্চিমে। তার আচমকা যাযাবর জীবন বেছে নেওয়া নিয়েই এ সিনেমার গল্প।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nomadland (@nomadlandfilm)

এমারেল্ড ফেনেল

‘প্রমিজিং ইয়ং উইম্যান’ সিনেমার জন্য সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন এমারেল্ড ফেনেল। ব্রিটিশ এ নির্মাতার আলাদা কোনও পরিচয় নেই। তবে তার উপস্থিতিতে এবারই প্রথম দুজন নারী নির্মাতা সেরা পরিচালকের মনোনয়ন পেলেন। ডার্ক কমেডি-থ্রিলার ঘরানার ছবিটির গল্প ক্যাসান্ড্রাকে ঘিরে। যে তার বান্ধবীর ধর্ষণ-হত্যার প্রতিশোধ নিতে অন্যরকম এক পথ বেছে নেয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Promising Young Woman (@promisingyoungwoman)

ভিওলা ডেভিস

পার্শ্ব-অভিনেত্রী হিসেবে আগেও অস্কার জিতেছেন তিনি। এবার মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী শ্রেণিতে। ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ ছবিতে অভিনয়ের সুবাদে ভিওলা এখন সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া কৃষ্ণাঙ্গ অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VIOLA DAVIS (@violadavis)

চ্যাডউইক বোসম্যান

২০২০ সালের ২৮ আগস্ট ক্যানসারে মারা যান চ্যাডউইক। আর তিনিই প্রথম কালো চামড়ার অভিনেতা যিনি মরণোত্তর সেরা অভিনেতার ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেলেন। ভিওলার সঙ্গে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’-এ ছিলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত এই শিল্পী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chadwick Boseman (@chadwickboseman)

রিজ আহমেদ

পাকিস্তানি বংশোদ্ভূত প্রথম মুসলিম অভিনেতা, যিনি অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেলেন। সাউন্ড অব মেটাল ছবিতে অনবদ্য অভিনয় করেন রিজ আহমেদ। ছবিতে একটি হেভি মেটাল ব্যান্ডের ড্রামবাদক হিসেবে দেখা গেছে রিজকে, দিনে দিনে যার শ্রবণশক্তি কমতে থাকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riz Ahmed (@rizahmed)

ইয়ুন ইউ জুং

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী হিসেবে প্রথম অস্কার মনোনয়ন পেলেন ইয়ুন ইউ জুং। ‘মিনারি’ নামের ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পান তিনি। আমেরিকার আরকানসাসে খামার চালু করা একটি কোরিয়ান পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Minari (@minarimovie)

স্টিভেন ইউয়েন

‘মিনারি’ ছবিতে অভিনয় করে ইতিহাস গড়েছেন তিনিও। প্রথম এশিয়ান-আমেরিকান হিসেবে পেলেন অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Steven Yeun (@steveyeun)

অ্যান্থনি হপকিনস

অস্কারসহ আরও অনেক পুরস্কার তার ঝুড়িতে। কিন্তু তিনিই প্রথম আশি পার করা অভিনেতা যিনি সেরা অভিনেতার ক্যাটাগরিতে পেয়েছেন মনোনয়ন। ছবির নাম ‘দ্য ফাদার’। ছবিতে তার চরিত্রের নামও অ্যান্থনি। বয়সের সঙ্গে সঙ্গে যিনি ক্রমে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে বাস্তবতা থেকে। অবিশ্বাস করতে শুরু করেন সবাইকে। সন্দেহে পড়ে যান বাস্তবতা নিয়ে, নিজের চিন্তাচেতনা নিয়ে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anthony Hopkins (@anthonyhopkins)

ডেনিয়েল কালুয়া ও লাকেইথ স্ট্যানফিল্ড

একই ছবিতে একই ক্যাটাগরিতে দুই কালো অভিনেতার মনোনয়ন পাওয়াটা অস্কারের ইতিহাসে আর নেই। ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’ ছবিতে অভিনয় করে দুজনই পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেতার মনোনয়ন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Judas and the Black Messiah (@judasandtheblackmessiahfilm)

সূত্র: জি নিউজ

/এমএম/
সম্পর্কিত
‘ওপেনহাইমার’ থেকে নোলানের আয় এক হাজার কোটি!
‘ওপেনহাইমার’ থেকে নোলানের আয় এক হাজার কোটি!
অস্কারের পরতে পরতে যুদ্ধের আবহে শান্তির জয়গান
অস্কারের পরতে পরতে যুদ্ধের আবহে শান্তির জয়গান
অস্কার ২০২৪: দু’হাত ভরে পুরস্কার পেয়েছে জাপান
অস্কার ২০২৪: দু’হাত ভরে পুরস্কার পেয়েছে জাপান
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা, কারণ কী
নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা, কারণ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!