X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পেরেজ বলছেন, সুপার লিগ বাতিল হয়ে যায়নি

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৯:২৩আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৯:২৩

ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে কত সমালোচনা, কত বিক্ষোভ। এমনকি প্রকল্পে অংশ নেওয়া ৯ ক্লাব সরে যাওয়ার পরেও বাতিল হয়ে যায়নি বিদ্রোহী এই লিগ! এমনই দাবি সুপার লিগ চেয়ারম্যান ও রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের।

প্রস্তাবিত বিদ্রোহী এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই শুরু হয় তুমুল সমালোচনা। দেখা দেয় বিক্ষোভ। ভক্তদের তীব্র প্রতিক্রিয়ায় প্রথমে ইংলিশ লিগের ৬টি ক্লাব ঘোষণা দেয় সরে যাওয়ার। এর পর একে একে বিদায় বলে দেয় অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব এসি মিলান, ইন্টার মিলানও। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠাকালীন বেশির ভাগ ক্লাবই যখন সরে দাঁড়িয়েছে,  পেরেজ বলছেন, ‘আমরা কাজটা চালিয়ে যাবো। প্রকল্পটা বাতিল হয়ে যায়নি, আপাতত স্থগিত।’

প্রকল্প থেকে এখনও সরে দাঁড়ায়নি জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। যদিও জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনেল্লি বলেছেন, এই পরিস্থিতিতে প্রকল্প আর চালিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ যা বলছেন, তাতে বোঝাই যাচ্ছে তিনি হাল ছেড়ে দিচ্ছেন না। স্প্যানিশ একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা চুক্তিভিত্তিক একটা প্রকল্প। এভাবে কেউ চাইলেই ঘোষণা দিয়ে সরে যেতে পারে না। তারা চুক্তির মাধ্যমে আবদ্ধ।’

অবশ্য তখন পেরেজকে এমন প্রশ্নও করা হয়েছিল যে, এভাবে সরে যাওয়াতে ওই ক্লাবগুলোকে কোনও জরিমানা করা হবে কিনা। তখন পেরেজ বিষয়টি এড়িয়ে গেছেন।

তবে পেরেজ আবারও নিজের দৃষ্টিভঙ্গিটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, ‘সুপার লিগ করাই হয়েছে ফুটবলকে বাঁচানোর জন্য।’ কিন্তু সুপার লিগ নিয়ে এভাবে প্রতিক্রিয়া দেখানোয় তিনি খুব হতাশ ও দুঃখ পেয়েছেন বলে জানান। কারণ প্রকল্পটি নিয়ে কাজ চলছিল প্রায় তিন বছর!

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতলো ইন্টার মিলান 
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা