X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চোরের শাবলের আঘাতে পাটকল কর্মচারী নিহত

যশোর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ২০:১০আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২০:১০

যশোরের অভয়নগর উপজেলায় দেবাশীষ সরকার ওরফে সঞ্জয় (৪৫) নামে এক পাটকল কর্মচারী চোরের শাবলের আঘাতে নিহত হয়েছেন। রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে চলিশিয়া গ্রামে চোরেরা তার ঘরে ঢুকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রিপা সরকার (৩৪)।

নিহত দেবাশীষ অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের গৌর চন্দ্র সরকারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) হিসাব বিভাগে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন।

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রবিবার রাত আড়াইটার দিকে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে দুই চোর। টের পেয়ে দেবাশীষ সরকার ও তার স্ত্রী রিপা বাধা দেন। চোরেরা ঘরে থাকা শাবল দিয়ে তাদের দুজনের মাথায় আঘাত করলে তারা গুরুতর জখম হন। চোররা দেবাশীষের মা মিনতি সরকারকেও (৬২) লাঠি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা সেখানে এলে চোররা পালিয়ে যায়। প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় দেবাশীষ ও তার স্ত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত তিনটা ৪২ মিনিটে দেবাশীষ সরকার সেখানে মারা যান। অবস্থার অবনতি হলে রিপা সরকারকে খুলনার বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চুরি করতে বাধা দেওয়ায় চোরদের হামলায় গুরুতর দেবাশীষ সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।’ তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের একাধিক টিম ঘটনাটি তদন্ত করছে। আশা করা হচ্ছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ