X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বামী-শাশুড়ির সহযোগিতায় ধর্ষণ, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ‘ধর্ষক’

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ১৮:১৭আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৮:৩১

খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্বামী ও শাশুড়ির সহায়তায় দীর্ঘদিন ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলার দেড় মাস অতিক্রম হলেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। অভিযুক্ত ধর্ষক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মহিউদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে সে পলাতক। এদিকে মহিউদ্দিন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ভিকটিমের পরিবারকে।

মামলার এজাহারে জানা যায়, স্বামী ও শাশুড়ির সহযোগিতায় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বেশ কয়েকবার ওই গৃহবধূকে ধর্ষণ করে।

ভিকটিমের পিতা ও মামলার বাদী অভিযোগ করে বলেন, রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।

তিনি জানান, থানায় গেলে প্রথমে মামলা নিতে চায়নি পুলিশ। কিন্তু কয়েকটি গণমাধ্যমে ৯ মার্চ সংবাদ প্রকাশ হওয়ার পর একই তারিখে পুলিশ মামলা নেয়।

তিনি আরও অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে তিনি তার মেয়ের সঙ্গে পাতাছড়া এলাকায় অবস্থান করছিলেন। কিন্তু পরে ভয়ে তারা এলাকা ছেড়েছেন। ঘটনার পর অভিযোগ করা হলে পুলিশ তাকে কোনও সহযোগিতা করেনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ৫ মাস আগে নাকাপা এলাকার ফয়েজের সঙ্গে পারিবারিকভাবে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন মেম্বার ভিকটিমকে ধর্ষণ করে আসছে। বিভিন্ন সুযোগ-সুবিধার লোভে ভিকটিমের স্বামী ফয়েজ এবং শাশুড়ি নুরজাহান প্রতিনিয়ত স্থানীয় মেম্বার মহিউদ্দিনকে ধর্ষণে সহায়তা করেছে। সুযোগ পেয়ে ভিকটিম পাশের এলাকায় তার নানার বাড়িতে এসে পিতাকে সব ঘটনা জানালে তার পিতা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা অজয় চক্রবর্তী জানান, মহিউদ্দিন এলাকায় ঘোরাফেরা করছে, এমন খবর তার কাছে নেই। এলাকায় পুলিশের সোর্সদের নির্দেশ দিয়েছেন মহিউদ্দিনকে এলাকায় দেখলে জানাতে। তাছাড়া মহিউদ্দিন এবং অন্য আসামিদের ধরতে কয়েক দফা অভিযান চালিয়েছেন বলেও জানান তিনি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
চিকিৎসা করাতে ‍এনে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!