X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনও উন্নয়ন নেই: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ১৬:৪৯আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৬:৪৯

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনও উন্নয়ন নেই। তবে সামাজিক কার্যক্রমে লুটপাটের আশঙ্কা থাকায় সেনাবাহিনীকে দিয়ে দ্রুত একটা সঠিক তালিকা তৈরিই পারে এই সমস্যার একটা গ্রহণযোগ্য সমাধান করতে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে মান্না এসব কথা বলেন। 

মান্না বলেন, ‘দেশের দুই কোটি পরিবারকে ১০ হাজার করে টাকা দিলে প্রয়োজন মাত্র ২০ হাজার কোটি টাকা। সেইসঙ্গে আরও কিছু ক্ষেত্র‌ যোগ করলে আরও কয়েক হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এই বছর সরকারের পরিচালনা ব্যয় নানা দিক থেকে কমানো হয়েছে এবং উন্নয়ন বাজেটেরও একটা বড় অংশ এখনও ব্যয় করা হয়নি। প্রয়োজনে অনেক উন্নয়ন ব্যয় বন্ধ রেখে টাকার সংস্থান করতে হবে।’

মান্না আরও বলেন ‘এই টাকা একটা চমৎকার বিনিয়োগও। কারণ, এই পরিবারগুলো বাজারে এই টাকা খরচ করলে যে চাহিদা তৈরি হবে, সেটা সংশ্লিষ্ট অনেক খাত এবং শিল্প উৎপাদনের জন্য খুব বড় প্রভাব রাখবে। অনেক ব্যবসা এবং শিল্প চাঙ্গা হয়ে উঠবে। এই পদ্ধতিতে শিল্পে প্রণোদনা দেওয়ার পরিমাণ অনেক কমিয়ে আনতে পারবে সরকার।’

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের ছয় দফা উল্লেখ করেন মান্না। এ সময় উপস্থিত ছিলেন দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয়  কমিটির সদস্য মোমিনুল ইসলাম, সাকিব আনোয়ার,  আবু তালেব দেওয়ান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান খসরু এবং সাধারণ সম্পাদক রাজ্জাক সজীব।

 

 /এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ