X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা: কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ মে ২০২১, ২১:১৪আপডেট : ০৩ মে ২০২১, ২১:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিল্লাল কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, তার গতিবিধি আগে থেকেই পুলিশ সাদা পোশাকে পর্যবেক্ষণ করছিলেন। সোমবার বিকালে তাকে পুলিশ গ্রেফতার করে। তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হবে। কারণ একাধিক ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে। তথ্য প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন সাংবাদিকদের জানান, হেফাজত তাণ্ডবের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন বিল্লাল হোসেন। তাকে তাণ্ডবের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হবে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা চালায় বলে অভিযোগ ওঠে। তারা জেলা শহরসহ আশপাশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সব হামলার  ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ ও আখাউড়া রেলওয়ে থানায় ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করে ৫৬টি মামলা দায়ের করেছে পুলিশ ও ক্ষতিগ্রস্ত স্থাপনার সঙ্গে যুক্তরা। এখন পর্যন্ত এসব মামলায় ৪০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপদাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপদাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট