X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

করোনার দক্ষিণ ভারতীয় ভ্যারিয়েন্ট ১৫ গুণ বেশি প্রাণঘাতী

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২১, ২১:৫৯আপডেট : ০৪ মে ২০২১, ২২:০০

করোনা মহামারি শুরু হওয়ার পরেই কেরালায় এই নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। পরে গোটা দক্ষিণ ভারতে কয়েক মাস তাণ্ডব চালায় এই ভ্যারিয়েন্ট। গবেষকরা নাম দিয়েছিলেন করোনার দক্ষিণ ভারতীয় ভ্যারিয়েন্ট। ব্রিটেন স্ট্রেন ভারতে ঢুকে পড়ার পরে এটি দুর্বল হতে শুরু করে। কিন্তু এখন আবার সেই ভ্যারিয়েন্ট মাথা চাড়া দিয়েছে বলেই দাবি ভারতীয় বিজ্ঞানীদের। দেশটির সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি)-এর গবেষকরা বলছেন, দুর্বল হয়ে পড়া সেই দক্ষিণ ভারতীয় ভ্যারিয়েন্ট এখন আরও বেশি প্রাণঘাতী। ১৫ গুণ বেশি প্রাণঘাতী।

সার্স-কভ-২ ভাইরাসের ডাবল মিউট্যান্টের (বি.১.৬১৭) চেয়েও বেশি ছোঁয়াচে এই দক্ষিণ ভারতীয় ভ্যারিয়েন্টের নাম এন৪৪০কে। সিসিএমবি-র গবেষকরা বলছেন, কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরে দেখা গেছে, এন৪৪০কে ভ্যারিয়ান্টে নতুন করে মিউটেশন শুরু হয়েছে। হতে পারে ভাইরাসের একাধিক দেশি ও বিদেশি প্রজাতির সংমিশ্রণেই এই বদলটা হচ্ছে। আর এই বদলের কারণে দক্ষিণ ভারতীয় ভ্যারিয়েন্ট সুপার-স্প্রেডারই শুধু নয়, প্রাণঘাতীও হয়ে উঠেছে।

সিসিএমবি-র সাম্প্রতিক তথ্য বলছে, দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কোভিড পজিটিভ রোগীদের নমুনায় এই ভ্যারিয়েন্টের দেখা মিলেছে। ব্রিটেন স্ট্রেনের (বি.১.১.৭) থেকেও রোগীদের নমুনায় এই প্রজাতির খোঁজ বেশি মিলেছে। করোনা আক্রান্ত রোগীদের থেকে নেওয়া নমুনার অন্তত ২০ শতাংশের মধ্যেই এন৪৪০কে স্ট্রেন চিহ্নিত করা গিয়েছে।

এই মুহূর্তে মহারাষ্ট্রসহ দক্ষিণ ভারতের চার রাজ্যে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। সিসিএমবি-র সংক্রামক রোগ বিশেষজ্ঞ দিব্য তেজ সোপাতি বলেন, ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রে করোনার ডাবল মিউট্যান্ট স্ট্রেন (বি.১.৬১৭) খুঁজে পাওয়া গিয়েছিল। ডাবল ভ্যারিয়েন্ট মানে দু'বার জিনের গঠন বদলেছে। ব্রিটেন স্ট্রেনের সঙ্গে জুড়ে গিয়েও এই বদলটা হয়েছে বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। পুণের এনআইভি-তে জিনোম সিকুয়েন্স করে দেখা গিয়েছিল, ডাবল ভ্যারিয়েন্টের দুটি মিউটেশন হচ্ছে ই৪৮৪কিউ এবং এল৪৫২আর। মহারাষ্ট্রে প্রায় ২০০ জন করোনা আক্রান্তের নমুনা পরীক্ষা করে ৪২ শতাংশের মধ্যে এই ডাবল মিউট্যান্ট প্রজাতির খোঁজ মিলেছিল ফেব্রুয়ারিতেই। পশ্চিমবঙ্গে করোনা রোগীদের নমুনার প্রায় ২৮ শতাংশের মধ্যে পাওয়া গিয়েছিল এই ভ্যারিয়েন্ট।

কিন্তু, এখন বিজ্ঞানীরা বলছেন, ডাবল ভ্যারিয়েন্টের চেয়েও এন৪৪০কে ভ্যারিয়েন্ট আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে। এর মিউটেশন এত দ্রুত গতিতে হচ্ছে যে এটি আরও তাড়াতাড়ি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারছে। এমনকি এও দেখা গিয়েছে, করোনার প্রথম দিকের যে ভ্যারিয়েন্টগুলো ছিল যেমন এ২এ স্ট্রেন, সেগুলো থেকেও ১০ গুণ বেশি ছোঁয়াচে এটি। আবার করোনার এ৩আই স্ট্রেনের থেকে প্রায় হাজার গুণ বেশি সংক্রামক এন৪৪০কে। সূত্র: দ্য ওয়াল

/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ