X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

কাউন্সিলর ও আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গাজীপুর প্রতিনিধি
০৬ মে ২০২১, ১২:০১আপডেট : ০৬ মে ২০২১, ১২:০১

গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ এবং স্থানীয় কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডলের নামে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার (৫ মে) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানায় এ মামলা দায়ের করা হয়। কাশিমপুর এলাকার কেইসি কারখানার ব্যবস্থাপক ইমতিয়াজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দীপংকর রায় জানান, মামলায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় কাউন্সিলরসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলার একজন অভিযুক্ত আসামি আছিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

কেইসি কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডলের নেতৃত্বে অভিযুক্তরা দুই বছর ধরে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলেও কাউন্সিলর ও তার লোকজন নিয়মিত হুমকি দিচ্ছিলেন। আসন্ন ঈদ উপলক্ষে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদা দিতে অস্বীকার করায় তারা কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করেন। মারধরের প্রতিবাদে কারখানার শ্রমিকরা গত ৩ ও ৪ মে ঢাকা ইপিজেড সড়ক অবরোধ করে।’ তিনি কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে মামলা করেছেন বলে জানান।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘আমি কারখানার কাছে চাঁদা দাবি করিনি। রাজনৈতিকভাবে হেয় করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ