X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কোটি কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার পথে!

জাকিয়া আহমেদ
০৭ মে ২০২১, ১১:০০আপডেট : ০৮ মে ২০২১, ০৯:১৬
দেশের অনেক সরকারি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড করা হয়েছে। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে হাসপাতালও। করোনার কারণে এসব হাসপাতালে সাধারণ রোগীর আনাগোনা কমেছে উল্লেখযোগ্য হারে। এ অবস্থায় সরকারি হাসপাতালগুলোতে মজুদ থাকা ওষুধ পড়ে  আছে অব্যবহৃত অবস্থায়। যার কারণে কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
 
প্রসঙ্গত, দেশের সকরারি হাসপাতালগুলোতে ৪৭ ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এর মধ্যে করোনা ডেডিকেটেড ৮৬টি হাসপাতালের মধ্যে কিছু হাসপাতালে কোভিড রোগীর পাশাপাশি নন-কোভিডের চিকিৎসাও চলে।
 
মহামারির আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ‍কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে সারাদেশ থেকে সব ধরনের রোগীরাই আসতেন। অভিযোগ থাকলেও দেশের সিংহভাগ মানুষের ভরসা এখন এই সরকারি হাসপাতালগুলোই। কিন্তু করোনার সময় এগুলোয় নন-কোভিড রোগীদের চিকিৎসা সংকুচিত হয়েছে। মানুষ খুব বিপদে না পড়লে এসব হাসপাতালে আসছে না।
 
রাজধানীর একটি করোনা ডেডিকেডেট হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিটি বিভাগের ওষুধ পড়ে আছে। এ বছর কেবল একটি বিভাগেরই প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। সেই হিসাবে অন্যসব হাসপাতাল মিলিয়ে কত কোটি কোটি টাকার ওষুধ যে মেয়াদোত্তীর্ণ হবে তা আঁচ করা যাচ্ছে না।’ 
 
‘এই হাসপাতালে ডায়ালাইসিসের জন্য যে পরিমাণ জিনিস কেনা হয়েছিল, সেগুলোর ব্যবহার হচ্ছে না। প্যাথলজি বিভাগের জন্য ‍যে পরিমাণ রি-অ্যাজেন্ট কেনা হয়েছিল সেগুলো নষ্ট হওয়ার পথে।’ জানালেন ওই ডাক্তার।

 

চিকিৎসকরা বলছেন, হাসপাতালের বিশেষায়িত বিভাগগুলোর সে সেবা সাধারণ মানুষের জন্য করোনার আগে দেওয়া হতো, সেটা এখন শূন্যর কোঠায়। হৃদরোগ বিভাগ, ক্যান্সার বিভাগ, নেফ্রোলজি বিভাগসহ বিশেষায়িত বিভাগগুলোতে রোগী সংকটের কারণে ওষুধ ও প্যাথলোজির রি-অ্যাজেন্ট অব্যবহৃত থেকে যেতে পারে বলে সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী, কোনও সরকারি হাসপাতালে যদি কোনও ওষুধ অব্যবহৃত অবস্থায় থাকে তখন আরেক সরকারি হাসপাতালে সেটা হস্তান্তর করা যায়।

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, যখন আরেকটি হাসপাতালের ক্যান্সার বিভাগ থেকে তাদের অব্যবহৃত ওষুধ দিতে চাইলো তখন ক্যান্সার হাসপাতাল থেকে বলা হয়েছিল, তাদের নিজেদের ওষুধই পড়ে আছে।

চিকিৎসকরা বলছেন, লকডাউনসহ বিভিন্ন কারণে ঢাকায় অন্য রোগী আসছে খুব কম। এই সমস্যা দেশের সব সরকারি হাসপাতালেই। বিশেষ করে যেগুলো করোনা ডেডিকেটেড ঘোষণা দেওয়া হয়েছে।

রাজধানীর অন্যতম করোনা ডেডিকেটেড হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের এক চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহামারির আগে এ  হাসপাতালে প্রতিদিন প্রায় ছয় হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতেন। ভর্তি থাকতেন ৭০০ থেকে ৮০০ রোগী। এসব রোগীদের জন্য ওষুধ কেনা থাকতো। অন্যদিকে করোনার চিকিৎসায় কিছু নির্দিষ্ট্ ওষুধই লাগে, খুব বেশি নয়। এ কারনে এসব হাসপাতালগুলোতে সাধারণ ওষুধ পড়ে আছে।’

করোনা ডেডিকেটেড আরেকটি বড় হাসপাতাল মুগদা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালের সব ওষুধ করোনা রোগীদের দরকার হয় না। সেগুলো পড়ে আছে। অন্য হাসপাতালগুলোর সঙ্গে আমরা প্রয়োজন অনুযায়ী ওষুধ বিনিময় করছি।’

তিনি আরও জানালেন, ‘মেয়াদ ঘনিয়ে আসছে, এমন ওষুধ যে হাসপাতালগুলোতে দরকার হচ্ছে তাদের পাঠিয়ে দিচ্ছি। কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, ডিএমসি, সোহরাওয়ার্দী ও সলিমুল্লাতেও ওষুধ পাঠানো হয়েছে।’

‘ওষুধ শেষ করে ফেললে জবাবদিহি করতে হয় না। কিন্তু কোনও ওষুধের যদি ডেট ওভার হয়ে যায় এবং বেশিরভাগই বাকি রয়ে যায়, তখন জবাবদিহি করতে হয়।’ বলেন তিনি।

এ অবস্থায় গতবছরের মে’তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. বিলকিস বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়। সরকারি হাসপাতালে বরাদ্দকৃত ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ শীর্ষক ওই চিঠিতে বলা হয়, কোভিডকালীন পরিস্থিতিতে হাসপাতালে নন-কোভিড রোগীর সংখ্যা হ্রাস পাওয়ায় হাসপাতালে মজুদ থাকা ওষুধ অব্যবহৃত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এবং রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানের নিমিত্তে দেশের সকল হাসপাতালে অব্যবহৃত ওষুধ বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে।’

এ নির্দেশনা অনুযায়ী দেশের বিভাগীয় এবং সিভিল সার্জনদের ওষুধ সমন্বয় করতে বলা হয়েছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনায় ৯০ শতাংশ দেশে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। প্রায় অর্ধেক দেশে করোনার কারণে সাধারণ স্বাস্থ্যসেবা বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন অসুখের দীর্ঘমেয়াদী চিকিৎসাও ব্যাহত হচ্ছে। ২০ শতাংশ দেশ বলেছে, জীবন রক্ষাকারী জরুরি সেবা, জটিল ও সার্জিক্যাল কেয়ারের সেবা ব্যাহত হচ্ছে। ৪৩ শতাংশ দেশে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার পেছনে বড় কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জ। মানসিক স্বাস্থ্যসেবাও দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া টিবি, এইচআইভি, হেপাটাইটিস বি ও সি, ক্যানসার স্ক্রিনিং, ডায়াবেটিস, পরিবার পরিকল্পনা, দন্তচিকিৎসা ও অপুষ্টির মতো রোগের চিকিৎসাও ব্যাহত হচ্ছে।

কতো ওষুধ মেয়াদোত্তীর্ণ হতে পারে, সে হিসাব আছে কীনা জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত কোনও হিসাব নেই। তবে চিঠি পেয়েছি মন্ত্রণালয় থেকে। সে চিঠি সব জায়গায় পাঠিয়ে পুরো বিষয়টি সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকার বড় বড় সরকারি হাসপাতালগুলোতে নন-কোভিড রোগীদের চিকিৎসা চলতো। করোনার চেয়ে নন-কোভিডই বেশি ছিল। এখন নন-কোভিড রোগীরা খুব সিরিয়াস না হলে হাসপাতালে আসছেন না। আউটডোর ও ইনডোর-দুই জায়গাতেই তাদের সংখ্যা কমেছে।’

/এফএ/
সম্পর্কিত
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
রাজধানীতে ক্ষতিকর ওষুধসহ ২ জন গ্রেফতার
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ