X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বঞ্চিত শিশুদের সঙ্গে বাপ্পি-অধরার এক সন্ধ্যা

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২১, ১৪:৫৪আপডেট : ১০ মে ২০২১, ১১:৩২

শিশুদের ইফতার করা দেখছিলেন বাপ্পি চৌধুরী সুবিধাবঞ্চিত প্রায় দুইশ’ শিশুর সঙ্গে অন্যরকম এক সন্ধ্যা কাটালেন দুই চলচ্চিত্র মুখ বাপ্পি চৌধুরী ও অধরা খান।

গতকাল (৬ মে) রাজধানীর ঢাকা উদ্যানে সুইচ তাহমিনা বানু বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী এই ইফতার। আয়োজনে ছিল সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন।

আয়োজকদের সঙ্গে দুই তারকা অতিথি ও বঞ্চিত এক শিশু যেখানে বাপ্পি-অধরা ছাড়াও অংশ নেন পরিচালক সাজ্জাদ খান। এই আয়োজনের মাধ্যমে সুবিধা বঞ্চিত বস্তির শিশুরা প্রথমবারের মতো পায় বুফে খাবারের স্বাদ।

‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রধান সমন্বয়ক মুস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাজে উচ্চশ্রেণির মানুষদের প্রায়ই ভিড় থাকে বুফে খাবারের রেস্তোরাঁগুলোতে। অর্থের অভাবে সে স্থানগুলোতে সুবিধাবঞ্চিত বাচ্চাদের প্রবেশ প্রায় নিষিদ্ধ। তাদের সেই স্বাদটা দিতেই আমরা বুফে ইফতারের আয়োজন করেছি। চিত্রনায়িকা অধরা খান আমাদের শুভাকাঙ্ক্ষী। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও পরিচালক সাজ্জাদ খানও আমাদের কর্মকাণ্ডে মুগ্ধতা জানিয়েছেন। বাচ্চাদের সময় দেওয়ার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’

মিশুদের কাছ থেকে উপহার নিচ্ছেন বাপ্পি ঢাকা উদ্যানে বস্তির সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। সেখানকার বাচ্চাদের সম-নাগরিক সুবিধা দিতে তাদের লেখাপড়াসহ সৃষ্টিশীল নানা অঙ্গনে সম্পৃক্ত করছে সংগঠনটি। তাদের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আছেন অধরা খান।

উপহার নিচ্ছেন অধরা এ চিত্রনায়িকা বলেন, ‘এখানকার শিশুরা সমাজের আট-দশজনের মতোই যেন বেড়ে ওঠে, এ জন্য কাজ করছে সংগঠনটি। বস্তির এ শিশুরাও প্রচণ্ড মেধাবী। তারা খুবই সুন্দর আর্ট পারে। কেউ ধানমন্ডির আবাহনী মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে। তারা সব সময় শুধু শুনে এসেছে বুফে খাবারে যার যতটুকু ইচ্ছে, তত খেতে পারে! তাদের সেই ইচ্ছেটা পূরণ হলো গতকাল। আমাদের সবার উচিত সুবিধাবঞ্চিত এসব শিশুর পাশে দাঁড়ানো।’

অন্যদিকে, ইফতার শেষে বাচ্চাদের সঙ্গে সময় কাটান এই দুই তারকা। শিশুরাও তাদের আঁকা ছবি উপহার হিসেবে দেয়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর