X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের ‘প্লাস পয়েন্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ২১:১১আপডেট : ১০ মে ২০২১, ২১:১১

গত দেড় বছর ধরে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারেনি। বিশেষ করে সাকিব আল হাসানের অলরাউন্ডস ভূমিকার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। সাকিব ছাড়াও কখনও মোস্তাফিজুর রহমান, কখনও তামিম ইকবাল, কখনোবা মুশফিকুর রহিমের সার্ভিস পায়নি বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ। আর এটাই লিটনকে আত্মবিশ্বাসী করে তুলছে।

গত দুই বছর ধরে কোনও ফরম্যাটেই সাফল্য নেই বাংলাদেশের। ঘরের মাঠে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও নিউজিল্যান্ডে গিয়ে সীমিত ওভারের ৬ ম্যাচের সবক’টিতে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। এমন অবস্থায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

আত্মবিশ্বাসী লিটন জানলেন, সাদা বলে শ্রীলঙ্কাকে হারানো কঠিন কিছু নয়, ‘আমরা সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে ওয়ানডেতে হোম কন্ডিশনে যখন খেলি, আমরা অনেক ভালো একটা দল। এই সিরিজে আমরা পূর্ণ শক্তির দল নিয়ে নামবো। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এছাড়া তরুণ খেলোয়াড়রা আস্তে আস্তে পরিণত হচ্ছে, এখন রোলটা প্লে করাটাও গুরুত্বপূর্ণ। দলে যারা আছেন, তারা নিজেদের দায়িত্বটা পালন করতে পারলে আমরা যে কোনও দলকে হারাতে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের এগিয়ে না রাখলেও পিছিয়ে রাখেননি লিটন। যদিও পরিসংখ্যান বলছে, অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ঘরের মাঠে ১৭ ম্যাচের মধ্যে মাত্র চারবার শেষ হাসি হাসতে পেরেছে বাংলাদেশ। লিটন বললেন, ‘আমার কাছে মনে হয়, দুই দলই সমান শক্তিশালী। প্রথমত আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। তাহলে আমার মনে হয় সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়