X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব : ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৩:৫৮আপডেট : ১২ মে ২০২১, ১৪:১৩

বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া। যেসব নেতাকর্মী হারিয়ে গেছেন, তাদের ফিরিয়ে দেওয়া এ সরকারের দায়িত্ব।’

বুধবার (১২ মে) দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এ সময় ফখরুল বলেন, ‘ইলিয়াস আলীর পরিবার জানে না, তার সন্তানেরা বাবার জন্য কী করবে। কবরের পাশে দোয়া করবে নাকি কূলখানি করবে, তারা তা জানে না।’ কথা বলার সময় আপ্লুত হয়ে পড়েন ফখরুল।

তিনি বলেন, ‘এ কার্যকলাপগুলো আমাদের কাছে খুব অচেনা, অজানা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যে রাজনৈতিক দলটি গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে দীর্ঘকাল। সেই দলটির হাতেই গত একযুগ ধরে মানুষ নির্যাতিত হয়ে আসছে।’ এই দেশে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেন ফখরুল।

‘খুব সিনসিয়ারলি বলছি, মাঝেমাঝে মনে হয় কে দেশ চালায়, কার ইঙ্গিতে দেশ চলছে’ এমন প্রশ্ন তোলেন ফখরুল ইসলাম আলমগীর। মানুষের চোখের অশ্রু, আত্মত্যাগ কখনও বৃথা যায় না বলে মন্তব্য করেন তিনি।

ইতোমধ্যে মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে জনগণের আন্দোলনের রোষে ক্ষমতা থেকে চলে যেতে হবে।’

বেগম খালেদা জিয়ার আপডেট সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘তার শারীরিক অবস্থা আগের মতোই আছে, এখন অল্প একটু উন্নতি ঘটেছে।’

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গত তিন বছর ধরে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।

এ সময় মির্জা ফখরুল করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান।

ইলিয়াস আলীর দুই সন্তান, বিএনপিনেতা কাইয়ূম চৌধুরী, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন