X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব : ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৩:৫৮আপডেট : ১২ মে ২০২১, ১৪:১৩

বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া। যেসব নেতাকর্মী হারিয়ে গেছেন, তাদের ফিরিয়ে দেওয়া এ সরকারের দায়িত্ব।’

বুধবার (১২ মে) দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এ সময় ফখরুল বলেন, ‘ইলিয়াস আলীর পরিবার জানে না, তার সন্তানেরা বাবার জন্য কী করবে। কবরের পাশে দোয়া করবে নাকি কূলখানি করবে, তারা তা জানে না।’ কথা বলার সময় আপ্লুত হয়ে পড়েন ফখরুল।

তিনি বলেন, ‘এ কার্যকলাপগুলো আমাদের কাছে খুব অচেনা, অজানা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যে রাজনৈতিক দলটি গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে দীর্ঘকাল। সেই দলটির হাতেই গত একযুগ ধরে মানুষ নির্যাতিত হয়ে আসছে।’ এই দেশে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেন ফখরুল।

‘খুব সিনসিয়ারলি বলছি, মাঝেমাঝে মনে হয় কে দেশ চালায়, কার ইঙ্গিতে দেশ চলছে’ এমন প্রশ্ন তোলেন ফখরুল ইসলাম আলমগীর। মানুষের চোখের অশ্রু, আত্মত্যাগ কখনও বৃথা যায় না বলে মন্তব্য করেন তিনি।

ইতোমধ্যে মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে জনগণের আন্দোলনের রোষে ক্ষমতা থেকে চলে যেতে হবে।’

বেগম খালেদা জিয়ার আপডেট সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘তার শারীরিক অবস্থা আগের মতোই আছে, এখন অল্প একটু উন্নতি ঘটেছে।’

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গত তিন বছর ধরে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।

এ সময় মির্জা ফখরুল করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান।

ইলিয়াস আলীর দুই সন্তান, বিএনপিনেতা কাইয়ূম চৌধুরী, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
আনু মুহাম্মদের সুস্থতা কামনায় মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট