X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

দুই দফা করোনা পরীক্ষা হবে তামিম-মুশফিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১৬:৪৯আপডেট : ১৬ মে ২০২১, ১৬:৪৯

ঈদের ছুটি কাটিয়ে আগামী মঙ্গলবার অনুশীলনে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে দুই দফা করোনা পরীক্ষা করাতে হবে তামিম ইকবালদের। পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল অনুশীলন শুরু করতে পারবেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঈদের আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কায় সফরে যাওয়া দলটি বাদে প্রায় দুই সপ্তাহের মতো অনুশীলন করার সুযোগ পেয়েছেন দেশে থাকা ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ফেরত দলের বেশ কয়েকজন ক্রিকেটার শেষ কয়েকদিন অনুশীলন করেছেন অবশ্য। তবে মঙ্গলবার থেকে পুরো দল নিয়েই অনুশীলন করতে পারবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

অনুশীলন শুরুর আগে ক্রিকেটাদের করোনা পরীক্ষার মাধ্যমে জৈব সুরক্ষা বলয়ে আসতে হবে। ইতোমধ্যে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। শনিবার, রবিবার ও সোমবার এই তিনদিনে দুই দফা করোনা পরীক্ষা হবে। এরপরই মঙ্গলবার নেগেটিভ হওয়া ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল (শনিবার) প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও (রবিবার) হবে, আগামীকালও (সোমবার) হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিনদিনে দুই দফা পরীক্ষা হবে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখের অনুশীলনে যোগ দিতে পারবে।’

এছাড়া ঢাকায় অবস্থানরত ক্রিকেটারদের চলতি মাসের শুরুর দিকেই করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, ‘বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফর করেছেন, শুধু তাদের পরীক্ষা বাকি। তবে ঢাকায় অবস্থান করা অন্যদের কোভিড পরীক্ষা শুরু হয় এই মাসের প্রথম থেকেই। আর তারা এক ধরনের মোডিফাইড বায়ো বাবল সিকিউরিটিতে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন।’

আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে রবিবারেই বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে দিবারাত্রির।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার