X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দুই দফা করোনা পরীক্ষা হবে তামিম-মুশফিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১৬:৪৯আপডেট : ১৬ মে ২০২১, ১৬:৪৯

ঈদের ছুটি কাটিয়ে আগামী মঙ্গলবার অনুশীলনে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে দুই দফা করোনা পরীক্ষা করাতে হবে তামিম ইকবালদের। পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল অনুশীলন শুরু করতে পারবেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঈদের আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কায় সফরে যাওয়া দলটি বাদে প্রায় দুই সপ্তাহের মতো অনুশীলন করার সুযোগ পেয়েছেন দেশে থাকা ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ফেরত দলের বেশ কয়েকজন ক্রিকেটার শেষ কয়েকদিন অনুশীলন করেছেন অবশ্য। তবে মঙ্গলবার থেকে পুরো দল নিয়েই অনুশীলন করতে পারবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

অনুশীলন শুরুর আগে ক্রিকেটাদের করোনা পরীক্ষার মাধ্যমে জৈব সুরক্ষা বলয়ে আসতে হবে। ইতোমধ্যে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। শনিবার, রবিবার ও সোমবার এই তিনদিনে দুই দফা করোনা পরীক্ষা হবে। এরপরই মঙ্গলবার নেগেটিভ হওয়া ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল (শনিবার) প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও (রবিবার) হবে, আগামীকালও (সোমবার) হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিনদিনে দুই দফা পরীক্ষা হবে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখের অনুশীলনে যোগ দিতে পারবে।’

এছাড়া ঢাকায় অবস্থানরত ক্রিকেটারদের চলতি মাসের শুরুর দিকেই করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, ‘বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফর করেছেন, শুধু তাদের পরীক্ষা বাকি। তবে ঢাকায় অবস্থান করা অন্যদের কোভিড পরীক্ষা শুরু হয় এই মাসের প্রথম থেকেই। আর তারা এক ধরনের মোডিফাইড বায়ো বাবল সিকিউরিটিতে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন।’

আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে রবিবারেই বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে দিবারাত্রির।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক