X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জীবনের কথায় ইলমার অভিষেক

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৯:৪৪আপডেট : ১৮ মে ২০২১, ১৯:৪৪

লোকজ ঘরানার গান গেয়ে নিজের গায়কীর পরিচয় দিয়েছেন ইলমা বখতিয়ার। তবে এতোদিন মৌলিক গান করা হয়নি তার। অবশেষে মৌলিক গানে অভিষেক হলো তার। প্রকাশ্যে এসেছে ইলমার প্রথম গান।

এ গানের শিরোনাম ‘পিরিতের কাতর’। ১৭ মে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ গানটি প্রকাশ হয়েছে।

‘বন্ধু আমার মানুষ ভালা, আমারে সে দেয় না জ্বালা, দিনে-রাইতে যখন খুশি করে যে আদর/ লোকে বলে আমি যে তার পিরিতের কাতর/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খান। সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ।

এ গান প্রসঙ্গে গীতিকার জীবন বলেন, ‘গত প্রায় ১৫ বছরে অনেক শিল্পীরই প্রথম মৌলিক গান লিখেছি। তার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বা মানুষের ভালো লেগেছে এমন গানের সংখ্যাও কম নয়। এবার লিখেছি ইলমার প্রথম মৌলিক গান। ইলমার গায়কীতে জাস্ট মুগ্ধ হয়েছি।’

গায়িকা ইলমা বললেন, ‘অনেক দিন ধরেই গান করছি। তবে নিজের প্রথম মৌলিক গান এটা। সুতরাং এই গান নিয়ে আশা, আকাঙ্ক্ষা আর উচ্ছ্বাসের কমতি নেই। সবার চেষ্টায় সুন্দর একটা কাজ হয়েছে। আশাকরি গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন এবং আমার ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা দেবেন।’

‘পিরিতের কাতর’ গানের ভিডিও বানিয়েছেন উজ্জ্বল রহমান। মডেল হয়েছেন আফ্রিনা রাজিয়া তৃণা ও শুভ। তাদের সঙ্গে অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’