X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২১ মে ২০২১, ১৫:০১আপডেট : ২১ মে ২০২১, ১৫:০১

নোয়াখালীর সদর উপজেলার নাপিতের পোল এলাকার উডল্যান্ড হসপিটালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টায় এ ঘটনা ঘটে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর করেছেন নবজাতকের স্বজনরা। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবারটি নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকার বাসিন্দা। নবজাতকের স্বজনেরা এ ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসকসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রসূতি সুবর্ণা আক্তারের স্বামী মো. নাজমুল হাসান অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার অন্তঃত্ত্বা স্ত্রী সুবর্ণা আক্তারকে (১৮) মাইজদী শহরের উডল্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। ভর্তির পর আল্ট্রাসনোগ্রাম করে জানানো হয় পানি একটু কম আছে, আর সব কিছু ঠিক আছে। রাত ৮টায় সিজার অপারেশন করবেন ডা. হেমা সানজিদ। কিন্তু রাত ৮টায় সিজার অপারেশন করার জন্য চিকিৎসক যথা সময়ে আসেননি। দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় গাইনি চিকিৎসক ডা. হেমা সানজিদ সিজার করলে নবজাতকের মৃত্যু হয়। নবজাতকের মৃত্যু নিয়ে ডাক্তার বলেন, দুপুরে আমি ফ্রি ছিলাম, তখন সিজার করলে ভালো হতো। এখন ডাক্তার দোষ চাপাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষের ওপর, আর হাসপাতাল কর্তৃপক্ষ দোষ চাপাচ্ছে ডাক্তারের ওপর। এ নিয়ে একে অপরে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। চিকিৎসকদের অবহেলার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘শুক্রবার বেলা ৩টায় উডল্যান্ড হসপিটালে দু’পক্ষককে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে।’ চিকিৎসকের দায়িত্বে অবহেলার বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

উডল্যান্ড হসপিটালের মালিক মিজানুর রহমান জানান, নবজাতক শিশুটি পেটেই মারা যায়। চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়নি। 

জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার জানান, চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পেয়েছি। নবজাতক মৃত্যুর বিষয়ে চিকিৎসক বা নার্সদের কোনও অবহেলা থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ